অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট জুলাই মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন। তাঁদের আসন্ন বিয়ের উদযাপন করতে চলতি বছরের মার্চ মাসে জামনগরে বসেছিল তাঁদের প্রাক-বিয়ের প্রথম পর্বের আসর। আর এবার তাঁদের প্রাক-বিয়ের দ্বিতীয় পর্বের আসর বসতে চলেছে ইতালিতে। আর সেই কারণেই আবারও শিরোনামে অনন্ত। বর্তমানে তিনি নিউইয়র্কে রয়েছেন। সেখানেই এক কিশোরী তাঁর একটি ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় শেয়ার করে জানতে চান এই ব্যক্তি কে?
বেথানি জেসু নামের একটি মেয়ে এই ভিডিয়োটি সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করেন। মেয়েটি যে ভিডিয়ো শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে অনন্ত তাঁর প্রথম পর্বের প্রাক-বিবাহের অনুষ্ঠানের একটি শার্ট পরে তাঁর কুকুরকে সঙ্গে নিয়ে নিউইয়র্কের রাস্তায় হাঁটছিলেন। তখন অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার জন্য তাঁকে ঘিরে ধরেন। জেসুও ছিলেন সেই ভিড়ের মধ্যে। তিনি ভিডিয়োটি শেয়ার করে লেখেন, ‘আমি অনেকে দেখলাম এই ব্যক্তির সঙ্গে ছবি তুলছে, তাই আমিও একটি ছবি তুলে নিলাম। আপনারা কি জানেন কে এই ব্যক্তি?’
আরও পড়ুন: অনন্ত-রাধিকা প্রাক-বিয়ের আসর এবার ইউরোপে! কোন কোন তারকা পাড়ি দিলেন ইতালির পথে?
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই রীতিমতো ভাইরাল। এখনও পর্যন্ত প্রায় ১১.৫ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। পোস্টটিতে অসংখ্য লাইক ও কমেন্টও রয়েছে। অনেকে পোস্টের মন্তব্য বিভাগে গিয়ে অনন্ত আম্বানিকে ট্যাগও করেছেন।
ভিডিয়োটিতে নেটিজেনদের মন্তব্য
একজন মন্তব্য করেছেন, 'ইনি সেই ব্যক্তি যে কয়েক সেকেন্ডে আপনার পুরো পরিবারকে কিনে নিতে পারে।' অন্য আর একজন লেখেন 'দুঃখিত, যে কেউ আপনাকে বলেনি ওনার আসল পরিচয়। উনি ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে। সম্প্রতি ওঁর বিশাল প্রাক-বিবাহের অনুষ্ঠান রীতিমতো চর্চায়।' অন্য একজন লেখেন, 'এনার বিয়েতেই রিহানাকে গান গেয়েছিলেন!' আর এক নেটিজেন লেখেন, 'এনার নাম অনন্ত আম্বানি, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে। উনি বড় করে প্রাক-বিবাহ অনুষ্ঠান করেছিলেন যেখানে মার্ক জুকারবার্গ, রিহানা, বিল গেটস প্রমুখ উপস্থিত ছিলেন।'
আরও পড়ুন: রাহাকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি রবিবার ইতালিতে পাড়ি দিলেন রণবীর-আলিয়া, কী এমন ঘটল?
জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠান
প্রসঙ্গত, ১ থেকে ৩ মার্চ গুজরাটের জামনগরে বসেছিল অনন্ত ও রাধিকার বিয়ের আসর। সেখানে বানিজ্য জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু বিখ্যাত সব ব্যক্তিত্বরা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন ক্রিকেটারাও। মেটা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেট, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও এসেছিলেন তাঁদের প্রাক-বিবাহের অনুষ্ঠানে।
বিখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা পারফর্ম করেছিলেন। তাছাড়াও ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে দিলজিৎ দোসাঞ্ঝ, অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালও উপস্থিত ছিলেন। তাছাড়াও তিন খান অর্থাৎ শাহরুখ খান, আমির খান ও সলমন খান একসঙ্গে অনুষ্ঠানে পারফর্ম করেন। উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট, এমএস ধোনিও-সহ আরও অনেকে।