1/5পয়লা মে বিয়ের পিঁড়িতে বসেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সীর গলায় মালা দেন অভিনেত্রী। অভিনেত্রীর বিয়ের ছবি-ভিডিয়ো আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার একেবারে নতুন সাজে ধরা দিলেন সুদীপ্তা। নতুন কনের ছবি দেখে উত্তেজিত অনুরাগীরাও।
2/5বিয়ের পরই নিজের নামে বক্সী পদবী জুড়ে নিয়েছেন সুদীপ্তা। ইনস্টাগ্রামে সেলফি শেয়ার করলেন নিজের। কপালে সিঁদুর, হাতে শাঁখা বাধানো, পলা বাঁধানো, সোনার চওড়া মানতাসা। মিষ্টি হাসি লেগে রয়েছে মুখে। গাড়ির ভিতরেই নিজেকে ক্যামেরাবন্দি করলেন সোহাগ জল অভিনেত্রী।
3/5সবুজ চওড়া পাড়ের শাড়ি পরেছিলেন সুদীপ্তা। গোলাপি রঙের ব্লাউজ। চুস খোলাই রেখেছেন। কানেও সোনার দুল। দিনকয়েক আগেই সৌম্যর সঙ্গে সেলফি শেয়ার করে নিয়েছিলেন সুদীপ্তা। সেই সময় পরণে ছিল হলুদ সালোয়ার স্যুট।
4/5আপাতত সোহাগ জলে বেণী বৌদির চরিত্রে দেখা মিলছে সুদীপ্তার। বিয়ের পর আদি শ্বশুরবাড়িতে যাওয়ার কথা জানিয়েছিলেন। যা ঘাটাল থেকে সামান্য দূরে। সেখানে দশভূজা দেবীর পুজো করবেন। তারপরই যোগ দেবেন কাজে।
5/5এক বিজয়া সম্মেলনীতে হয়েছিল তাঁদের প্রেমের সূত্রপাত। এরপর মন দেওয়ানেওয়ার পালা। প্রায় বছর চারেকের সম্পর্ক দুজনের। সোশ্যাল মিডিয়ায় দেড় বছর আগে সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন সুদীপ্তা। আর তখন থেকেই চলছিল বিয়ের প্রস্তুতি।