জুলাই মাসেই সদ্যই গাঁটছড়া বেঁধেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। সদ্যই লন্ডনে তাঁদের বিবাহ পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরপরই তাঁরা যুগলে প্যারিস অলিম্পিক্স দেখতে হাজির হয়েছেন। তবে তাঁরা একা নন, মুকেশ আম্বানি, ইশা আম্বানি এবং আনন্দ পরিমলও গিয়েছেন। এমনকি নীতা আম্বানিও উপস্থিত রয়েছেন প্যারিসে। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যও বটে।
এদিন প্যারিস অলিম্পিক্সের একটি খেলা উপভোগ করতে দেখা যায় মুকেশ আম্বানি, ইশা আম্বানি, আনন্দ পরিমলকে। সঙ্গে ছিলেন অনন্ত এবং রাধিকা। অনন্ত আম্বানি এদিন একটি ফ্লোরাল প্রিন্টের শার্ট পরেছিলেন। অন্যদিকে রাধিকার পরনে ছিলেন উজ্জ্বল কমলা রঙের স্কার্ট এবং টপ। বরকে জড়িয়ে খেলা উপভোগ করতে দেখা যায় তাঁকে।
অন্যদিকে ইশা আম্বানিকে সাদা রঙের একটি ড্রেসে দেখা যৌণ আনন্দ পরিমলও শার্ট টিশার্ট পরেছিলেন। মুকেশ আম্বানির পরনে ছিল সাদা নীলের স্ট্রাইপ শার্ট।
প্রসঙ্গত ইতিমধ্যেই ভারতের ঝুলিতে দুটো প্রাইজ এসেছে। মানু বাকের এবং সর্বজ্যোত সিং এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতার পর নীতা আম্বানি তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন মানু বাকের নিজেও আলাদা ব্রোঞ্জ পদক পেয়েছেন শ্যুটিংয়ে।
গত ১২ জুলাই মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছিল অনন্ত রাধিকার বিয়ের আসর। ১৪ এপ্রিল ছিল তাঁদের রিসেপশন। তাঁদের বিয়েতে দেশ বিদেশের একাধিক তারকারা এসেছিলেন। বিয়ের পর লন্ডনে বসেছিল তাঁদের বিবাহ পরবর্তী অনুষ্ঠানের আসর।