সদ্যই প্রকাশ্যে আসে যে বিগ বস ১৭ এর বিজয়ী মুনাওয়ার ফারুকি আবার বিয়ে করেছেন। তবে প্রথমে তিনি তাঁর এই দ্বিতীয় বিয়ের কথা কিছুই প্রকাশ্যে আনেননি। খুব গোপনে সবার থেকে লুকিয়ে তিনি নিকাহ পড়েন মেহজাবিন কোট ওয়ালার সঙ্গে। বিয়ের পর এবার এই প্রথমবারের জন্য একসঙ্গে দেখা গেল তাঁদের দুজনকে।
বিয়ের পর প্রথমবার একসঙ্গে মুনাওয়ার এবং মেহজাবিন
মুনাওয়ার এবং মেহজাবিন এখনও পর্যন্ত তাঁদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি। তবে তাঁদের এক ফ্যান পেজের তরফে তাঁদের কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেখানেই দ্বিতীয় স্ত্রী মেহজাবিনের সঙ্গে দেখা গেল বিখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে। তাঁরা দুজন মিলে কেক কাটছেন সেই ছবিতে। তবে এই ছবি তাঁদের বিয়ের আগের না পরের সেটা স্পষ্ট নয়।
ছবিতে দেখা যাচ্ছে মুনাওয়ার একটি সাদা শার্ট এবং খয়েরি রঙের প্যাং পরে দাঁড়িয়ে আছেন। তবে পাশে গোলাপি রঙের চুড়িদার পরে দাঁড়িয়ে মেহজাবিন।
মুনাওয়ার ফারুকির দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে
অতি গোপনে দ্বিতীয়বার বিয়ে সারলেন মুনাওয়ার ফারুকি। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। বিগ বস ১৭ এর বিজয়ী একটি প্রাইভেট অনুষ্ঠানের মাধ্যমে এদিন নিকাহ পড়েছেন বলেই জানা গিয়েছে। রবিবার, ২৬ মে নাকি খুব কাছের কিছু মানুষের উপস্থিতিতেই এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এই খবর মুনাওয়ার ফারুকির এক ভক্ত প্রকাশ্যে আনেন। তারপর তাঁর এক ঘনিষ্ঠ ব্যক্তিই সেই খবরে সিলমোহর দেন। মুনাওয়ার ফারুকি যে আবার বিয়ে করেছেন সেটার প্রমাণ হিসেবে তাঁর বিয়ের আমন্ত্রণ পত্রের ছবি ভাইরাল হয়েছে। এছাড়া একই সঙ্গে জানা গিয়েছে তাঁদের বিয়ের এই অনুষ্ঠান মুম্বইয়ের আইটিসি গ্র্যান্ড সেন্ট্রালে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু খুব ঘরোয়া ভাবে এই অনুষ্ঠানটা করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও ছবি প্রকাশ্যে আসেনি তাঁদের বিয়ের। মুনাওয়ার ফারুকির নিরাপত্তার জন্যই সেই ছবি প্রকাশ্যে আনা হয়নি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: 'স্বামী' এবার আর 'ড্যান্স নম্বর' নয়, বরং রোম্যান্টিক সং! শ্রেয়ার গানে জমল রশ্মিকা-আল্লুর রসায়ন
আরও পড়ুন: সুপারস্টার সিঙ্গার ৩ এ আসছেন উদিত, শ্যুটিং সেরেই বললেন, 'আজকালকার বাচ্চারা পুরো কমপিউটার!'
মুনাওয়ার ফারুকির দ্বিতীয় বিয়েতে হিনা খান উপস্থিত ছিলেন। তিনি বিগ বস ১৭ খ্যাত এই স্ট্যান্ড আপ কমেডিয়নের খুবই ভালো বন্ধু হন। এদিন তিনিও সোশ্যাল মিডিয়ায় তাঁর একটা সেলফি পোস্ট করেন যার নেপথ্যে বাজছে মেরে ইয়ার কী শাদি হ্যায়।