প্রিয়াঙ্কার ভাই বলে কথা, জমকালো ভাবে বিয়ে হবে তা বলাই বাহুল্য। ভাইয়ের বিয়ে উপলক্ষে বেশ কিছুদিন আগেই মেয়েকে নিয়ে ভারতে চলে এসেছিলেন প্রিয়াঙ্কা। তবে নিক না আসার কারণে বেশ কিছু প্রশ্ন উঠেছিল সকলের মনে।
সবার সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে বিয়ের ঠিক একদিন আগেই ভারতে এসে পৌঁছেছিলেন নিক জোনাস। বৃহস্পতিবার বিকেলে মুম্বই বিমানবন্দরে অবতরণ করেন তিনি। হাসিমুখে ছবি শিকারীদের সঙ্গে কথাও বলেন। সাদা রঙের সাদামাটা পোশাকে নিককে দেখতে লাগছিল বেশ সুন্দর।
আরও পড়ুন: 'নিজেকে সিরিয়াসলি নিও না', হঠাৎ কেন এমনটা বললেন ইমন?
আরও পড়ুন: মামার বিয়ে বলে কথা! হাতে মেহেন্দি, পরনে লেহেঙ্গা, প্রিয়াঙ্কা কন্যা মালতির দেশি অবতার
বিমানবন্দরে যতই সাদামাটা পোশাক তিনি পরে থাকুন না কেন, প্রিওয়েডিংয়ের অনুষ্ঠানে একেবারে রাজপুত্রের সাজে সেজেছিলেন নিক। স্ত্রীর সঙ্গে ম্যাচিং পোশাকে ছবি শিকারীদের সামনে দাঁড়িয়ে বেশ সুন্দর পোজও দিলেন তিনি। তবে শুধু নিক নয়, প্রিয়াঙ্কাকেও দেখতে লাগছিল অসাধারণ।
প্রিয়াঙ্কা পরেছিলেন একটি নীল রঙের লেহেঙ্গা, সঙ্গে হীরের নেকলেস। নিক ওই একই রঙের ভেলভেটের ব্লেজার পরেছিলেন। তবে তারকা দম্পতিকে ছবি তুলতে দেখা গেলেও মেয়েকে কোথাও দেখা যায়নি। যদিও মেয়েকে ক্যামেরার সামনে খুব একটা আনতে পছন্দ করেন না প্রিয়াঙ্কা নিজেই।
প্রসঙ্গত, নীলম উপাধ্যায়ের সঙ্গে সংসার শুরু করতে চলেছেন প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া। সোশ্যাল মিডিয়ার হাত ধরে পরিচয়, তারপর প্রেম, অবশেষে বিয়ে। পরিনীতি চোপড়ার বিয়েতে উপস্থিত না হলেও সিদ্ধার্থের বিয়েতে প্রায় এক সপ্তাহ আগেই ভারতে চলে এসেছেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন: লাভিয়াপ্পার প্রিমিয়ারে বহুমূল্য হীরে বসানো ঘড়ি পরে হাজির সলমন! দাম কত জানেন?
আরও পড়ুন: স্কাই ফোর্সের সাফল্যের মাঝেই মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাট বেচলেন অক্ষয়, কত দামে?
তবে শুধু ভাইয়ের বিয়ে উপলক্ষে নয়, মহেশ বাবুর বিপরীতে SSMB29 সিনেমার শ্যুটিং করার জন্যেও ভারতে এসেছেন অভিনেত্রী। ভাইয়ের বিয়ে শেষ হওয়ার পর তিনি আবার ফিরে যাবেন কাজে। বেশ কয়েক মাস থাকার পর আবার তিনি ফিরে যাবেন বিদেশে। মাঝের কয়েকটা দিন কাজের পাশাপাশি পরিবারকে সমানভাবে সময় দিতে চান তিনি।