বাংলা নিউজ > বায়োস্কোপ > Nick Jonas Emotional Speech: '১৫ বছর পর…', ভরা মঞ্চে প্রিয়াঙ্কা-মালতিকে নিয়ে কী বললেন নিক?

Nick Jonas Emotional Speech: '১৫ বছর পর…', ভরা মঞ্চে প্রিয়াঙ্কা-মালতিকে নিয়ে কী বললেন নিক?

ভরা মঞ্চে প্রিয়াঙ্কা-মালতিকে নিয়ে কী বললেন নিক?

Nick Jonas Emotional Speech: পুরস্কার নিতে উঠে কন্যা মালতি এবং স্ত্রী প্রিয়াঙ্কার জন্য একটি দুর্দান্ত বক্তব্য রাখলেন নিক জোনাস। স্ত্রী-কন্যার উদ্দেশ্যে কী বললেন তিনি? 

সোমবার হলিউড ওয়াক অব ফেমে স্টার পেলেন জোনাস ব্রাদার্স। এই তিন গায়ক, তথা ভাইদের সঙ্গে তাঁদের পরিবাররাও উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। তাঁদের স্ত্রী সন্তানরা ছিলেন এই অনুষ্ঠানে। সেখানে নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া এবং মালতি ম্যারি চোপড়া জোনাসকে দেখা গিয়েছে। কেভিনের সঙ্গে তাঁর স্ত্রী ড্যানিয়েল এবং তাঁর দুই মেয়েকে দেখা গিয়েছে। জো জোনাসের সঙ্গে এসেছিলেন তাঁর স্ত্রী সোফি টার্নার। কিন্তু তাঁদের মেয়েদের দেখা যায়নি এই অনুষ্ঠানে।

এই অনুষ্ঠানে যখন নিক তাঁর বক্তব্য রাখতে ওঠেন তখন তিনি সকলের মন জয় করে নেন তাঁর সহজ অথচ সুন্দর বক্তব্যের মাধ্যমে। তাঁর এই ছোট্ট পরিবারের জন্য মিষ্টি মিষ্টি কথা উপস্থিত দর্শকদের তো বটেই নেটিজেনদের ভীষণ পছন্দ হয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, 'আমার সুন্দরী স্ত্রীকে, তুমি উন্মাদনার মধ্যেও এক টুকরো শান্তি, তুমি ঝঞ্ঝার মধ্যেও শক্ত থাকো। আমি অত্যন্ত খুশি তোমায় বিয়ে করে। আমার জীবনে তুমিই সব থেকে বড় উপহার। তোমার থেকেই আমি পিতৃত্বের স্বাদ পেয়েছি, মালতি ম্যারিকে পেয়েছি। আমি আবার ১৫ বছর পর এখানে ফিরে আসতে চাই তোমার সঙ্গেই। তোমার বন্ধুদের সামনেই তোমাকে অপ্রস্তুত করতে চাই ভালোবেসে।'

নিক যখন এই বক্তব্য রাখছিলেন তখন মেয়েকে নিয়ে দর্শকাশনে বসে ছিলেন অভিনেত্রী। তাঁর ঠোঁটে একটা চওড়া হাসি দেখা যায়। মালতিকে তাঁর কোলে বসে খেলতে দেখা যায় এদিন।

নিকের এই বক্তব্য নেটিজেনদের ভীষণ পছন্দ হয়। ভাইরাল হয়ে যায় এটি। এক ব্যক্তি এই পোস্টে কমেন্ট করে লেখেন 'এই বক্তব্যটা ভীষণ সুন্দর। মালতির দিকে যেভাবে প্রিয়াঙ্কা তাকিয়ে আছেন সেটা সত্যি বড় মিষ্টি।' আরেক ব্যক্তি লেখেন, 'খুব মিষ্টি! অনেক ভালোবাসা।'

এই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর ইনস্টাগ্রামে একটি বিশেষ বার্তা লেখেন নিক। এই পোস্টে তিনি লেখেন, 'বাকেট লিস্ট ডে। জোনাস ব্রাদার্স এখন হলিউড ওয়াক অব ফেমে আনুষ্ঠানিক ভাবে স্থান পেল। আজ আমাদের সঙ্গে এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকার সঙ্গে, সাক্ষী থাকার জন্য অনেক ধন্যবাদ।' প্রিয়াঙ্কাও তাঁর স্বামীকে উৎসাহ দিতে ছাড়েন না। তিনি ইনস্টাগ্রামে লেখেন, 'তোমার জন্য ভীষণ গর্বিত। অনেক শুভেচ্ছা জোনাস ব্রাদার্স।'

কেভিনও এই অনুষ্ঠানে তাঁর বক্তব্যে তাঁর স্ত্রীকে নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন, 'ড্যানিয়েল আমার সুন্দরী স্ত্রী আমি তোমায় ভীষণ ভালোবাসি। এটা তুমি ছাড়া সম্ভব হতো না। গত ১৫ বছর ধরে তুমি আমায় সাপোর্ট করে আসছ। আমাদের প্রতিটা পরিস্থিতি দিয়ে যেতে তুমি দেখেছ। সবটার জন্য ধন্যবাদ। অ্যালেনা, ভ্যালেন্টিনা এই মুহূর্তটা বেশ সুন্দর তাই না? সুন্দর, কারণ আমার সঙ্গে আমার দুটো উজ্জ্বল তারা আছে যে।'

২০১২ সালে জোনাস ব্রাদার্সরা একসঙ্গে একটি অ্যালবাম রেকর্ড করেন। কিন্তু ২০১৩ সালে তাঁদের এই দল ভেঙে যাওয়ায় সেটা আর মুক্তি পায় না। এই বিচ্ছেদের ছয় বছর পর তাঁরা ফের একত্রিত হন। এবং তাঁদের জনপ্রিয় গান সাকার মুক্তি পায়। ২০১৯ সালে তাঁদের পঞ্চম স্টুডিও অ্যালবাম হ্যাপিনেস বিগিনস মুক্তি পেয়েছিল।

বন্ধ করুন