গত ৩১ মার্চ শুক্রবার, দেশে প্রথম সাংস্কৃতিক কেন্দ্র খুলেছে রিলায়েন্স। তারই সুবাদে গত শুক্রবার থেকে টানা তিনদিন চলেছে অনুষ্ঠান। যেখানে যোগ দেয় প্রায় গোটা বলিউড। হাজির ছিলেন হলিউডেরও বেশকিছু তারকাও, দেশে ফিরে আম্বানিদের অনুষ্ঠানে স্বামী নিক জোনাসকে নিয়ে উপস্থিত হন প্রিয়াঙ্কা চোপড়াও। রণবীর সিংয়ের সঙ্গে ‘দিল ধড়কনে দো’- এবং ‘গালান গুড়িয়া’ গানে জমিয়ে পারফর্ম করতে দেখা যায় রণবীর-প্রিয়াঙ্কাকে। পারফরম্যান্সের শেষে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে চুমুও খান রণবীর।
এই পর্যন্ত ঠিকই ছিল, পারফরম্যান্সের শেষে রণবীরের হাত ধরেই সিড়ি বেয়ে নেমে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক নিচেই তখন স্ত্রী প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করছিলেন নিক। রণবীর প্রিয়াঙ্কাকে নিকের হাতে তুলে দেন। স্ত্রী প্রিয়াঙ্কার প্রতি তাঁর মার্কিন স্বামী নিকের ব্যবহার, সৌজন্য, নিমেষে লেন্সবন্দি হয়েছে। যা উঠে এসেছে নিক-প্রিয়াঙ্কার ফ্যান পেজে। ক্যাপশানে লেখা হয়েছে 'একজন গর্বিত পুরুষ, ওঁদের ভালোবাসাকে আশীর্বাদ করুন।' স্ত্রীর প্রতি নিকের এমন ব্যবহার নজর কাড়ে সামনে উপস্থিত আলিয়া ভাট, নীতা আম্বানি, মুকেশ আম্বানি সহ আরও অনেকের। নিচ নেমে প্রিয়াঙ্কাকে আরও একবার স্বামী নিকের সঙ্গে কোমর দোলাতে দেখা যায়।
আরও পড়ুন-দেশে প্রথম কালচারাল সেন্টার খুলল আম্বানিরা, অনুষ্ঠানে নীতা-মুকেশ সহ গোটা পরিবার
নেটপাড়ায় উঠে আসা এই ভিডিয়োর নিচে নেটনাগরিকদের বিভিন্ন মন্তব্য় উঠে এসেছে। কেউ নিকের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমি এই ভদ্রলোকের প্রেমেই পড়ে গেছি।’ কারোর কথায়, ‘আমি আর হাসি থামাতে পারছি না। নিকের নাচও বেশ দারুণ ছিল।’ কেউ আবার লিখেছেন, ‘নিকের ব্যবহার রণবীরের প্রতি খানিকটা এমন ছিল যে, এবার ফিরিয়ে দাও বাবা আমার স্ত্রীকে। আমি একে এখান থেকে পেয়েছি, নিক যেভাবে স্ত্রীকে নিরাপত্তা দিয়ে তা প্রশংসনীয়।’ কেউ লিখেছেন, 'প্রিয়াঙ্কা সবসময়ই তাঁর স্বামী নিজের প্রতি আকর্ষিত করেন।' কারোর কথায়, সুন্দর, মিষ্টি একটা ভালোবাসার সম্পর্ক। কেউ লিখেছেন, ‘জিজু নিকের নাচটাও মন্দ ছিল না।’
এদিকে NMACC-র অনুষ্ঠানে ওই একই দিনে রণবীর সিং-কে শাহরুখের সঙ্গেও নাচতে দেখা গিয়েছে। ‘ঝুমে জো পাঠান’ গানে নাচেন বাদশা। কিং খানের সঙ্গে পা মেলান বরুণ ধাওয়ান ও রণবীর সিং। সেই ভিডিযোও সোশ্যালে উঠে এসেছে।