বাংলা নিউজ > বায়োস্কোপ > Nick Jonas on Priyanka Chopra: সিটাডেলে প্রিয়াঙ্কার লুকে বোল্ডআউট নিক, রাজকুমার-দিয়া মির্জাও জানালেন শুভেচ্ছা

Nick Jonas on Priyanka Chopra: সিটাডেলে প্রিয়াঙ্কার লুকে বোল্ডআউট নিক, রাজকুমার-দিয়া মির্জাও জানালেন শুভেচ্ছা

সিটাডেলে প্রিয়াঙ্কার লুকে বোল্ডআউট নিক

Nick Jonas on Priyanka Chopra: সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ওয়েব সিরিজ সিটাডেলের একাধিক স্থির চিত্র প্রকাশ্যে এসেছে। আর সেটা দেখেই স্ত্রীর উপর আরও অনেক বেশি মুগ্ধ হয়েছেন নিক।

মুক্তি পেতে চলেছে বহু অপেক্ষিত ওয়েব সিরিজ, সিটাডেল। মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। সোমবার, ২৭ ফেব্রুয়ারি এই সিরিজ থেকেই একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। আর তাতেই বোল্ড আউট হলেন তাঁর বেটার হাফ নিক জোনাস। প্রতিক্রিয়া জানালেন সামান্থা রুথ প্রভু থেকে আরও অনেকেই।

ইতিমধ্যেই এই শোয়ের টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে একটি দাপুটে চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। এখানে তাঁর চরিত্রের নাম নাদিয়া, যিনি কিনা একজন গুপ্তচর। তাঁকে রিচার্ড ম্যাডেনের বিপরীতে দেখা যাবে এখানে। তাঁর স্বামী, নিক তো বটেই, বলিউডের সহকর্মীরাও তাঁর এই আগামী কাজের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করার পর নিক সেখানে আগুনের ইমোজি পোস্ট করেন। শুধু তাই নয়, তিনি প্রিয়াঙ্কার একার ছবিতে নিজের মন্তব্য জানান। লেখেন, 'তোমার জন্য ভীষণ গর্ববোধ হচ্ছে প্রিয়াঙ্কা।' তিনি অভিনেত্রীর আরও একটি অ্যাকশন দৃশ্যের ছবি শেয়ার করে লেখেন, 'সবাই তৈরি হয়ে যান। এই শো আলাদা লেভেলের হতে চলেছে।' এই সিরিজে অভিনেত্রীর লুক কেমন হবে সেটাই তিনি তাঁর এই পোস্টে শেয়ার করেছিলেন।

রাজকুমার রাও তাঁর এই পোস্টে লেখেন, 'দারুণ।' অভিনেত্রী সামান্থা রুথ প্রভু লেখেন, 'ইয়েস।' মতামত জানাতে বাধ্য যান না দিয়া মির্জাও। তিনি লেখেন, 'মাম্মা মিয়া।' এছাড়া প্রিয়াঙ্কার বলিউডের সহকর্মীদের মধ্যে এশা গুপ্ত, সোনালি বেন্দ্রে সহ আরও অনেকেই তাঁর পোস্টে আগুনের ইমোজি কমেন্ট করেন।

এজিবিও ব্যানারের অধীনে রুশো ব্রাদার্স এই অ্যাকশন স্পাই থ্রিলার বানিয়েছেন। এই গল্পটি ম্যাসন কেন অর্থাৎ রিচার্ড ম্যাডেন এবং নাদিয়া সিন অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে আবর্তিত হবে। সিটাডেলের ধ্বংসের পর যাঁরা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন তেমন দুই মানুষের চরিত্রে অভিনয় করবেন তাঁরা। সিটাডেল আসলে একটি স্বাধীন বিশ্বব্যাপী স্পাই সংস্থা। সেটারই পতন হয়, কী জন্য সেটা ওয়েব সিরিজ দেখলে বোঝা যাবে।

এই শোটি এপ্রিলের ২৮ তারিখ মুক্তি পাবে। দুটি পর্ব থাকবে এখানে। এরপর আবার মের ২৬ তারিখ থেকে প্রতি শুক্রবার করে একটি নতুন পর্ব দেখা যাবে।

বন্ধ করুন