নিক জোনাস, কেভিন জোনাস এবং জো জোনাসকে নিয়ে গঠিত জোনাস ব্রাদার্স তাদের ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসাবে মঙ্গলবার প্রাগে পারফর্ম করছিলেন। এবার সেখানেই মঞ্চ থেকে নিকের দৌড়ে পালানোর একটি ভিডিয়ো সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
প্রাগ শো চলাকালীন পালিয়ে যান নিক
ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘জোনাস ডেইলি নিউজ’-এর শেয়ার করা ক্লিপে দেখা গেল, নিক জোনাস দর্শকদের দিকে তাকালেন এবং তারপরে হঠাৎ দৌড়াতে শুরু করলেন। মঞ্চ থেকে নামার সময় কাছেই দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীকেও ইশারা করেন তিনি। দু'জনেই মঞ্চ থেকে দৌড়ে পালিয়ে যান। আরেকটি ক্লিপে দেখা যায়, নিকের মাথা লক্ষ্য করে হঠাৎই একটি লাল লেজার লাইট এসে পড়ে। নিক যখন পালিয়ে যান তখনও কেভিন জোনাস এবং জো জোনাস মঞ্চে ছিলেন।
আরও পড়ুন: ‘কার্নিভালে না গেলে মেরুদণ্ডহীন’, দাবি সৌমিতৃষার! ‘পুঁটি মাছ’ বলে আক্রমণ রূপার, খোঁচা অরিত্ররও
ভক্তদের প্রতিক্রিয়া
অনুরাগীরা জানিয়েছেন, এই ঘটনার কারণে জোনাস ব্রাদার্সকে তাদের শো সাময়িকভাবে বিরতি দিতে হয়েছিল। যাই হোক, তারা শীঘ্রই তাদের কনসার্ট পুনরায় শুরু করে। নিকের উপর লেজার লাইট ফেলা ব্যক্তিকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লেখেন, ‘শো থামানোর চেষ্টা। আমি তো নিককে পালিয়ে যেতে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম’। আরেকজন লেখেন, ‘কী অবস্থা। এরা এসব নিয়ে ঢোকার অনুমতি কী করে পায়।’
আরও পড়ুন: ‘তুমি এমন বড় তারকাও হয়ে যাওনি যে…’, আদিত্য চোপড়া কেন বলেছিলেন বরুণকে?
‘আমি খুশি যে ওরা ঠিক আছে সবাই’, লেখেন আরেকজন। চতুর্থজনের মন্তব্য, ‘নিঃসন্দেহে খারাপ অভিজ্ঞতা। আমার খারাপ লাগছে জোনাস ব্রাদার্সদের জন্য’। তবে এই ঘটনা নিয়ে জোনাস ব্রাদার্সের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। জোনাস ব্রাদার্স শেষ রবিবার প্যারিসে পারফর্ম করেছিল। প্রাগের পর বুধবার পোল্যান্ডের ক্রাকোতে শেষ হবে তাদের সফর।
আরও পড়ুন: মমতার কাছে ‘নালিশ’ ঋতুপর্ণার? ভাইরাল শ্রীলেখার পোস্ট, বললেন, ‘দুটোই স্কিমবাজ’
নিকের সোশ্যাল মিডিয়া বিরতি
একটি সংক্ষিপ্ত বিরতির পরে নিক সোশ্যাল মিডিয়ায় ফিরে আসার ঠিক একদিন পরে ঘটনাটি ঘটেছিল। ইনস্টাগ্রামে নীল দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে গায়কা লিখেছেন, 'সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা সময় নিচ্ছি। যতক্ষণ না আমি এই মহান ফটোগ্রাফারকে দিয়ে এই নীল দেয়ালের সামনে আমার আরও কিছু দুর্দান্ত ছবি তুলিয়ে নেই। তিনি হ্যাশট্যাগও যুক্ত করেছেন- উপভোগ করুন এবং আমি ফিরে এসেছি। তিনি স্থানটিকে ফ্রান্সের প্যারিস হিসাবে জিও-ট্যাগ করেছিলেন।