বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka-Nick: বলিউড গানের ছন্দে ডুব, স্ত্রী প্রিয়াঙ্কা, মেয়ে মালতীর অদেখা ছবি-ভিডিয়ো দিলেন নিক

Priyanka-Nick: বলিউড গানের ছন্দে ডুব, স্ত্রী প্রিয়াঙ্কা, মেয়ে মালতীর অদেখা ছবি-ভিডিয়ো দিলেন নিক

স্ত্রী প্রিয়াঙ্কা এবং মেয়ে মালতীর সঙ্গে নিক জোনাস

New Year's Eve: বছরের শেষ দিনে সারা বছরের স্মৃতিগুলি ঝালিয়ে নিলেন পপ তারকা নিক জোনাস। বলিউড গানের ছন্দে মেতে শেয়ার করলেন প্রিয়াঙ্কা এবং মালতীর সঙ্গে একগুচ্ছ অদেখা ছবি এবং ভিডিয়ো-

বর্ষবরণের আগে পুরনো স্মৃতিতে ডুব, স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া, মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস এবং পরিবারের অন্যান্যদের বেশ কিছু অদেখা ভিডিয়ো নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন পপ তারকা নিক জোনাস। একটি ইনস্টাগ্রাম রিলেই টুকরো টুকরো অদেখা ভিডিয়ো কোলাজ করে শেয়ার করেছেন তিনি।

ভিডিয়ো মন্তাজে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে নিক-প্রিয়াঙ্কার হোলি উদযাপনের ঝলক, মেক্সিকোতে প্রিয়াঙ্কার ৪০ বছরের জন্মদিন সেলিব্রেশনে সমুদ্রের ধারে নাচের ভিডিয়ো, মেয়ে মালতীকে কোলে আগলে নিকের অদেখা ছবিও রয়েছে। সঙ্গে রয়েছে তাঁদের পারিবারিক নানান টুকরো মুহূর্তের ঝলক। ভিডিয়ো শেয়ার করে নিক লিখেছেন, ‘একটা দারুণ বছর! ২০২৩ কী নিয়ে আসছে, তা দেখার অপেক্ষায় রইলাম। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’

আরও পড়ুন: একসময় ফোন করলেও উত্তর মেলেনি, বছর শেষে ইচ্ছেপূরণ, মীরকে আবেগঘন খোলা চিঠি ইমনের

তবে নিকের এই রিল ভিডিয়োতে সবথেকে বেশি নজর কেড়েছে ব্যাকগ্রাউন্ডের গান। সিদ্ধার্থ-কিয়ারার ‘শেরশাহ’ ছবি থেকে ‘রাতান লাম্বিয়া’ গানটি বেছে নিয়েছেন নিজের রিলের জন্য নিক। পপ তারকার ভারতীয় গানের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ নেটিজেনরাও।

২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাঁদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস। সারোগেসির মাধ্যমে নিয়াঙ্কার ফুটফুটে মেয়ের জন্ম। মেয়েক বয়স সবে ১১ মাস। আর কিছুদিনের মধ্যেই এক বছর পূর্ণ করবে একরত্তি মালতী। মেয়ের ছবি একাধিক সময় নেটমাধ্যমের পাতায় শেয়ার করলেও, এখনও একরত্তির মুখের ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেননি নিক-প্রিয়াঙ্কা।

 

বন্ধ করুন