বয়সে ১০ বছরের বড় প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমে পড়েছিলেন নিক জোনাস। বয়স, সংস্কৃতি বা ধর্মের পার্থক্য বাধা হয়ে দাঁড়ায়নি এই সম্পর্কে। অনেকেই তাঁদের বিয়েকে পাবলিসিটি স্টান্ট বলে কটাক্ষ করেছিল, বিয়ের মেয়াদ বেশিদিন নয় তেমন বিদ্রুপও ধেয়ে এসেছিল। তবে নিন্দকদের মুখে ঝামা ঘষে সুখে সংসার করছেন নিয়াঙ্কা। এখন তাঁদের জীবনে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। নিক-প্রিয়াঙ্কার নয়নের মণি তাঁদের এক বছরের কন্যা মালতি মেরি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পিতৃত্ব, প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর ধর্মীয় ফারাক নিয়ে মুখ খুলেছেন নিক। মার্কিন গায়ক জানান, বিয়ের পর হিন্দু ধর্ম সম্পর্কে অনেক কিছু শিখেছেন তিনি। মেয়েকে দুই ধর্মীয় রীতিনীতি শিখিয়েই বড় করতে চান নিক। ড্যাক্স শেপার্ডের পডকাস্টে নিক বলেন, ‘আমার সঙ্গে ঈশ্বরের একটি গভীর এবং অর্থবহ সম্পর্ক রয়েছে। কিন্তু আমি বইতে পড়েছি ঈশ্বরের এক রূপ, এখন বুঝি তিনি বহুরূপে বিদ্যমান। বিশেষত একজন হিন্দু নারীকে বিয়ের পর আমি সেই ধর্ম এবং তাঁদের ধর্মবিশ্বাস সম্পর্কে অনেক কিছু জেনেছি। যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা আমাদের সন্তানকে বাইবেল শিখিয়ে বড় করব, তারই সঙ্গে ওকে হিন্দু ধর্মবিশ্বাসও শেখাব’।
প্রিয়াঙ্কাকে বিয়ের পর এখন গোটা ভারতের জামাই নিক। দিন কয়েক আগে বিবিসি-র এক চ্যাট শো'তে হাজির হয়ে ‘জিজু’ সম্বোধন নিয়ে জবাব দিয়েছিলেন নিক। নিকের কথায়, ‘হ্যাঁ, অনেকেই আমাকে জিজু বলে। সদ্যই মুম্বইয়ে গিয়েছিলাম স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে আম্বানিদের কালচারাল সেন্টারের উদ্বোধনে। সেখানেও সকলেই জিজুই বলছিল আমাকে’।
‘দ্য অ্যালবাম’-এর প্রচারে আপতত ব্যস্ত নিক। জোনাস ব্রাদার্সদের নয়া অ্যালবাম ইতিমধ্যেই শোরগোল ফেলেছে নেটমাধ্যমে। ব়্যাপার কিং-এর সঙ্গে নিকের যুগলবন্দিও নজর কেড়েছে সকলের। জিজু নিক জোনাসের গলায় ‘মেরি জান’ শুনে মুগ্ধ হয়েছে গোটা ইন্ডিয়া।
আরও পড়ুন-‘সব বড় জিনিসই আমার পছন্দ, সেটা ভুল নয়’, বিয়ে নিয়ে অকপট প্রিয়াঙ্কা
প্রসঙ্গত, ২০১৮ সালে রাজস্থানের উমেধ ভবন প্যালেসে ধুমধাম করে রাজকীয় বিয়ে সেরেছিলেন নিক-প্রিয়াঙ্কা। ২০২১ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্য়মে বাবা-মা হওয়ার কথা জানান এই দম্পতি। সংসার,সন্তান, কেরিয়ার সবটাই সমানতালে সামাল দিচ্ছেন প্রিয়াঙ্কা।
গত কয়েক সপ্তাহের ব্যবধানে পরপর সিরিজ (সিটাডেল) আর ছবি (লাভ এগেন) মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার। আপতত স্বামী-সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলসে থাকেন অভিনেত্রী। পরবর্তী হলিউড প্রোজেক্ট ‘হেডস অফ স্টেট’ নিয়ে আপতত ব্যস্ত প্রিয়াঙ্কা। শীঘ্রই ফারহান আখতারের ‘জি লে জারা’র সঙ্গে বলিউডে ফিরবেন দেশি গার্ল।