শাহরুখ খান, প্রীতি জিন্টা এবং সইফ আলি খান অভিনীত ২০০৩ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘হিট কাল হো না হো’-এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলাই বাহুল্য। এবার এই ছবির পরিচালক, চলচ্চিত্র নির্মাতা নিখিল আডবানী করণ জোহর এবং অনিল কাপুর, গোবিন্দা-সহ অন্যান্য বলিউড তারকাদের সঙ্গে তাঁর অতীতের বিরোধিতা নিয়ে মুখ খুলেছেন। তাঁর ‘বেদা’-তে সম্প্রতি কাজ করেছেন জন আব্রাহাম। তাঁর সঙ্গেও পরচালকের এক সময় সমস্যা দেখা দিয়েছিল। সেই সব কিছু নিয়ে এক সাক্ষাৎকারে নিখিল এবার অকপটে নানা কথা ভাগ করে নিলেন।
ডিজিটাল কমেন্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিখল 'কাল হো না হো' -এর সাফল্যের পরে তাঁকে যে মানসিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তা নিয়ে নানা কথা বলেন। পাশাপাশি বলিউডে কাজ করতে গিয়েও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল সেগুলি নিয়েও আলোচনা করেছেন।
পাশাপাশি করণ জোহরের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির কথাও জানিয়েছেন তিনি। নিখিলের কথায়, বিভ্রান্তি এবং রাগের কারণে তাঁকে ধর্মা প্রোডাকশন ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল। তিনি বলেন, ‘অনেকে বলেছিলেন যে আমি ধর্মা প্রোডাকশনের অন্যতম হিট ছবির পরিচালনা করেছি। কিন্তু এই কথার বিরোধিতাও করেছিলেন এক অংশ এবং তাঁদের মতে আমি নাকি ‘KHNH’ পরিচালনা করিনি।’
আরও পড়ুন: ‘দৃশ্যম ৩’-এ অজয় দেবগনের সঙ্গে মোহনলালের ক্রসওভার হবে? মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার
তবে এত সমস্যার পরও নিখিল জানান যে তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠে, তবে মনের মধ্যে একটা চাপা অভিমান থেকেই গিয়েছিল। পরিচালকের কথায়, 'আমরা আমাদের মধ্যেকার সমস্যা নিয়ে আর জলঘোলা করিনি। আমরা দুজনেই বড় হয়েছি, ছবি এবং ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য করতে শিখেছি। আমি করণের বাবার খুব ঘনিষ্ঠ ছিলাম। কিন্তু ওঁর সঙ্গে আমার যে সমস্যা হয়েছিল তা কেবল মাত্র একটা সৃজনশীল বিষয় নিয়ে সমস্যা ছিল না, আমাদের মধ্যে একটা মানসিক দ্বন্দও তৈরি হয়েছিল। অন্যরা আমার ব্যাপারে কী বলছেন, সেটাই আমার কথার থেকেও বেশি শোনা হত। এই সবের পর আমার মনে হয়েছিল, লোকেজন আমাকে একটি প্রেমের গল্পের জন্য কৃতিত্ব দিচ্ছে না? বেশ। আমি এবার ছয়টি প্রেমের গল্প করব।'
এর পর এসেছিল 'সালাম-ই-ইশক'। কিন্তু বক্স অফিসে এক প্রকার ব্যর্থই হয়েছিল এই ছবি। তারপরও নিখিলকে অনেকটা লড়াই লড়তে হয়। সেই সময় নিয়েও নানা কথা খুলে বলেছেন নিখিল। সেই সময় তিনি আর হয়তো কাজ পাবেন না সেই ভয়েও ভুগতেন। এই ভয়ই তাঁকে ‘চাঁদনী চক টু চায়না’ মতো ছবি করতে বাধ্য হতে হয়েছিল।
আরও পড়ুন: ভারতে লাইভ কনসার্টের জন্য পর্যাপ্ত পরিকাঠামো নেই! দিলজিৎ বিতর্ক উসকাতেই কড়া জবাব জাভেদের
বিনোদন জগতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নানা কথা আলোচনা করেন নিখিল। পরিচালক শাহরুখ খানের সঙ্গে করণ জোহর, আদিত্য চোপড়ার সম্পর্ক অজয় দেবগন-রোহিত শেট্টির মতো 'অবিভাজ্য' বলে প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘আমি এবং জন বেশ কয়েক বছর একসঙ্গে কাজ করিনি…আমি ১০ বছর ধরে অনিল কাপুরের সঙ্গে কথা বলিনি, আমি ১০ বছর ধরে গোবিন্দার সঙ্গেও কথা বলিনি।’ তা সত্ত্বেও, নিখিল ভাগ করে নিয়েছেন যে, তিনি এবং জন আব্রাহাম তাঁদের সখ্যতাকে ফিরিয়ে এনেছিলেন। তিনি বলেন, ‘জন এবং আমি যখন দেখা করি, আমরা ছবি নিয়ে কথা বলি না। আমরা ফুটবল, রাজনীতি, খাবার, ফিটনেস এইসব নিয়ে কথা বলি।'
প্রসঙ্গত, জন আব্রাহাম নিখিল আডবানীর সাম্প্রতিকতম ছবি ‘বেদা’য় কাজ করেছেন। ২০২৪ সালে স্বাধীনতা দিবসে মুক্তি পায় এই ছবি। ‘বেদা’য় জন আব্রাহামের বিপরীতে নজর কেড়েছিলেন শর্বরী।