নিখিল আডবানি এবং সলমন খান একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন যেমন সালাম এ ইশক, হিরো , ইত্যাদি। কিন্তু তাঁরা একসঙ্গে কেন ঘনঘন কাজ করেন না, একসঙ্গে কেন আরও বেশি সংখ্যক ছবি নিয়ে আসেন না? এই বিষয়ে কথা বলতে গিয়ে নিখিল জানালেন সলমন খান চান তাঁর প্রতিটি ছবি ৩০০ কোটির বেশি ব্যবসা করুক। নইলে নাকি মন খারাপ হয় তাঁর।
আরও পড়ুন: 'সিপিএম - তৃণমূল করতে এলে...' আরজি করের ঘটনায় কড়া বার্তা স্বস্তিকার, ক্ষোভ উগরে কী বললেন জিতু?
আরও পড়ুন: দুই প্রাক্তনের বিবাদ তুঙ্গে! রণজয়কে আইনি নোটিশ পাঠালেন সোহিনী, কিন্তু কেন?
সলমনকে নিয়ে কী জানালেন নিখিল?
এই প্রসঙ্গে নিখিল লাল্লানটপকে জানিয়েছেন, 'সলমনের ছবির ৩০০ কোটির ব্যবসা করা চাই। ওঁর কোনও ছবি যদি ৩০০ কোটির কম ব্যবসা করে তাহলে ওঁর খারাপ লাগে। ফলে ছবিটিকে সেই ভাবেই বানাতে হয়। আর আমি ওই চাপ নিতে চাই না। আমি রাতে ভালো করে ঘুমাতে চাই। ৩০০ কোটির ব্যবসা করবে এমন চাপ কাঁধে নিয়ে ঘুরতে চাই না। আমি যে ছবি করতে ভালোবাসি আমি সেগুলোই করি। সলমনকে আমি ভালোবাসি, ও আমার কাছে ঈশ্বরের মতো।'
আরও পড়ুন: খাতায় কলমে বিচ্ছেদ হলেও মন পড়ে হার্দিকের কাছেই! তল্পিতল্পা গুটিয়ে ভারতে আসছেন নাতাশা?
তিনি এদিন আরও জানান, 'তবে আমি যদি কখনও বিপদে পড়ি তাহলে আমি প্রথম যে ব্যক্তিকে ফোন করব তিনি হলেন সলমন খান। আমি জানি ওঁর কাছে খবর গেলে উনি সব ফেলে ছুটে আসবেন। এমনকি উনি যদি কোনও অ্যাকশন দৃশ্যেও ব্যস্ত থাকেন তাহলেও জানাবেন যে আমি যাচ্ছি এখন এর আমায় প্রয়োজন। উনি আসলে গোটা ইন্ডাস্ট্রির কাছে ঈশ্বরের দূতের মতো। কিন্তু আমি আমার মাথায় ওই ৩০০-৪০০ কোটির চাপ নিয়ে চলতে চাই না।'
নিখিল আডবানির ছবি বেদা আসতে চলেছে শীঘ্রই। এই বছর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ছবিটি। মুখ্য ভূমিকায় থাকবেন জন আব্রাহাম। তাঁর সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াগকে।
আরও পড়ুন: সা রে গা মা পা ফেলে মুম্বইতে রথিজিৎ, চুপিসারে চলল দেবের খাদানের গানের রেকর্ডিং, কবে আসছে ছবি?