নুসরতের সঙ্গে তাঁর বিতর্কিত বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। জীবন পথে অনেকখানি এগিয়ে গিয়েছেন নুসরত তা কারুর অজানা নয়। যশের সঙ্গে জমজমাট প্রেম, ভাবী সন্তানের অপেক্ষায় ব্যস্ত নায়িকা। অন্যদিকে নিখিল তিনি কিসে ব্যস্ত? নেটমাধ্যমে হামেশাই নিজের ফিটনেস ভিডিয়ো বা ছবি পোস্ট করে চলেছেন নিখিল জৈন। পাশাপাশি নিখিলের নজর আটকে আরও এক বাঙালি অভিনেত্রীর উপর।
ত্রিধা চৌধুরীর অনুরাগীর তালিকায় জ্বলজ্বলে নাম নিখিলের, ত্রিধার ছবিতে নিখিলের ভালোবাসার চিহ্ন হামেশাই জ্বলজ্বলে। মঙ্গলবার নেটমাধ্যমে একটি সুপারহট ছবি পোস্ট করেন ত্রিধা। সেই ছবির কমেন্ট বক্সে কোনও মন্তব্য না করলেও, লাইক দিয়ে ভালোবাসা জানিয়েছেন নিখিল। ছবিতে সমুদ্রের ধারে বিকিনিতে লেন্সবন্দি হয়েছেন ত্রিধা। সূর্য প্রণামের ভঙ্গিতে ধরা দিলেন ত্রিধা।
অন্যদিকে সোমবার রাতেও এমা পিটার্সের কোকেইনা রিমিক্স ‘ক্ল্যানডেসটিনা’ গানের সঙ্গে একটি লস্যময়ী ছবি পোস্ট করেন নায়িকা। ছিপছিপে শরীরের নিম্নাঙ্গে জড়ানো এক টুকরো কাপড়, খোলা চুল হাওয়ায় উড়ছে, অভিনেত্রীর বাঁকা চাহনি আপনাকে ঘায়েল করবে। এই ছবিতে চোখে পড়বে নিখিলের ভালোবাসার চিহ্ন, যা নিতে রীতিমতো চর্চা শুরু হয়েছে।
সোমবার ছিল বিশ্ব সঙ্গীত এবং আন্তর্জাতিক যোগ দিবস, সেই উপলকক্ষ্যেই ত্রিধার এই বিশেষ পোস্ট।ত্রিধা জানিয়েছেন, গান আর শরীরচর্চা ছাড়া জীবনই বৃথা। অভিনেত্রী কতটা ফিটনেস সচেতন তা বলে দেবে তাঁর ইনস্টার দেওয়াল। তবে নিখিলই একমাত্র ত্রিধাকে অনুসরণ করেন তেমন না, এই সুন্দরীও কিন্তু নিখিলকে ফলো করেন ইনস্টাগ্রামে। সোশ্যালে দুজনের পিডিএ গত কয়েক মাস ধরে ঘুরে ফিরে এসেছে চর্চায়। লাইকে ভালোবাসা জানানোটাও চলছে বহুদিন ধরেই। যা দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি টলিপাড়ায় নতুন কোনও প্রেমের গল্প শুরু হচ্ছে? উত্তরটা তো সময়ই দেবে!