এই বছরই মুক্তি পেয়েছিল 'বেদা' অন্যদিকে নিখিল আডবানীর জনপ্রিয় ছবির রি-রিলিজও হয়েছিল এই বছরেই। তাই এই বছরটা যে পরিচালকের জন্য যে বিশেষ ছিল তা বলাই বাহুল্য। বর্তমানে পরিচালক তাঁর সর্বশেষ প্রজেক্ট 'ফ্রিডম অ্যাট মিডনাইট' নিয়ে ব্যস্ত। নিখিল আডবানী বলেছেন, ‘স্বাধীনতার সময়ের চিত্র ফুটে উঠবে। বন্ধু, সহকর্মী -শ অনেকেই আমার এই কাজের কিছু ঝলক দেখে মেসেজ পাঠিয়েছেন, একজন লেখেন, ‘আমার দাদু দেশভাগের সময় সেখানে ছিলেন’ অন্য একজন লেখেন, 'আমার বাবা এই বিষয়ে কথা বলছিলেন।’
আরও পড়ুন: ছেলের শরীরে বিরল রোগ! টাকার জোগার করতে গিয়ে নাজেহাল, কী বললেন মুনাওয়ার
তবে শুধু নতুন ছবি নয়। ‘কাল হো না হো’ -এর রি-রিলিজ নিয়ে নানা কথা বলেন। এটি পরিচালকের প্রথম ছবি ছিল। ‘কাল হো না হো’ ২০০৩ সালে মুক্তি পেয়েছিল। মুক্তির প্রায় ২১ বছর পর ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেল এই ছবি। তাই স্বাভবিক ভাবেই খুশি নিখিল আডবানী বলেন ‘অবাক হয়ে গিয়েছিলাম, যখন জানতে পেরেছিলাম এই ছবি আবার মুক্তি পেতে চলেছে। কী আর বলব? এটা আমার জন্য একেবারেই অবিশ্বাস্য ছিল। আমার অনেক পরিচিত প্রেক্ষাগৃহে দর্শকদের নাচ এবং গানের ভিডিয়োও আমাকে পাঠিয়ে ছিলেন। এত চমৎকার রি-রিলিজ করার পুরো কৃতিত্ব করণ জোহরের। আমি যখনই কোথাও যাই, লোকে আমাকে চিনে নেন ওই ছবির পরিচালক হিসেবে।’
৫৩ বছর বয়সী পরিচালক আরও বলেন, ‘আমি এই ছবিটার আমার জীবনে অবদানের শেষ নেই। শাহরুখ খান, প্রীতি জিনতা, সইফ আলি খান এবং শঙ্কর এহসান লয়ের মতো এত মানুষ কাজ করেছিলেন এই ছবিতে। আমি আনন্দিত যে এটি এখনও মানুষের মনে এই ছবি রয়ে গিয়েছে।’
আরও পড়ুন: নবদম্পতির 'লাভ গুরু' শাহরুখ খান! চুপিচুপি কী পরামর্শ দিলেন বাদশা? জানলে বদলে যাবে আপনার লাভ লাইফ
তবে কেবল ‘কাল হো না হো’ এই বছর শর্বরী ও জন আব্রাহাম অভিনীত হার্ডহিটিং থ্রিলার ‘বেদা’ও মুক্তি পেয়েছিল। তবে এই ছবি যে প্রচুর সংখ্যক শো পেয়েছিল তেমনটা নয়। সে কথা অবশ্য পরিচালক নিজেও স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেন, ‘এটা আমি যা চেয়েছিলাম বা প্রত্যাশা করেছিলাম তা হয়নি। তবে শর্বরী ‘মুঞ্জিয়া’ এবং 'বেদা' -এর জন্য দর্শকদের কাছ থেকে অবিশ্বাস্য ভালোবাসা পেয়েছিলেন। তাছাড়া দর্শক জনকে অভিনেতা হিসাবে আরও গুরুত্ব দিচ্ছেন, তাই আমার খুব ভালো লাগছে।'