'কাল হো না হো'-এর পর থেকে করণ জোহরের সঙ্গে নিখিল আডবাণীর দ্বন্দ নিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছিল। সম্প্রতি নিখিল ধর্মা প্রোডাকশন ছেড়েছেন, আর তারপরই নাকি তাঁর সঙ্গে কাজ করারা ইচ্ছে প্রকাশ করেছেন বলিউডের ভাইজান সলমন খান! হ্যাঁ নিখিলের নতুন ছবিতে 'মাসীহা'-এর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
গ্যালাট্টা প্লাসের সঙ্গে এক সাক্ষাৎকারে, নিখিল সলমনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ নায়ক নাকি তাঁর অন্যান্য কাজেও নানা ভাবে তাঁকে সহযোগিতা করেছেন। ধর্মা প্রোডাকশন ছাড়ার কারণ সম্পর্কে বলতে গিয়ে নিখিল বলেছিলেন, 'সালাম-ই-ইশক ছিল অহঙ্কারের পরিণতি। লোকে মনে করেন যে আমি 'কাল হো না হো' পরিচালনাই করিনি।'
আরও পড়ুন: 'কিছুই আসল নয়, সবই নকল…' রিয়েলিটি শোয়ের সত্যতা নিয়ে মুখ খুললেন সুনিধি
'মাসীহা'-এর প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিখিল বলেন, 'যাই হোক, শুরুতে আমি বলেছিলাম আমি ছয়টি প্রেমের গল্প পরিচালনা করব। একটা হবে মণিরত্নম টাইপের প্রেমের গল্প, একটা হবে গুলজার টাইপের, একটা হবে করণ জোহর টাইপের, একটা হবে কুন্দন শাহ টাইপের। কিন্তু আমাদের প্রযোজক সুনীল মানচন্দ আমাকে বলেছিলেন এইসব না একেবারে আলাদা ধরনের কিছু করতে। তিনি বললেন, 'আসল ভালোবাসা বোঝায় এমন কিছু তৈরি কর।'
আরও পড়ুন: 'বিয়ে যতই সুখের হোক, অন্য মহিলার প্রয়োজন, পরকীয়া নিয়ে বলেই ফেললেন অর্জুন রামপাল
তিনি আরও বলেন, 'সালমান খান ইন্ডাস্ট্রির 'মাসীহা', যে মুহূর্তে আমি ধর্মা প্রোডাকশনের দরজা থেকে বের হয়েছিলাম, সেই সময় আমি সলমনের কাছ থেকে ফোন পাই, তিনি ফোনে বললেন, 'এসো আমার একদিন দেখা করি। এখন তুমি আমার জন্য কাজ করবে, আমার জন্য একটি ছবি বানাবে।' আমার ছবির হিরো বলে কেবল আমি যে প্রশংসা করছি তা কিন্তু একেবারেই নয়, সলমন আমাকে ডেকেছিলেন, এমনকি আমি ডি-ডে শুরু করার পর। আমার 'হিরো' এবং 'কাট্টি বাট্টি' দুটি ছবি খুব খারাপ ভাবে ফ্লপ করার পরও, তিনি আমার সঙ্গে নিজে থেকে কাজ করতে চেয়েছেন।'
নিখিল আডবাণীর কাজ সম্পর্কে
নিখিল আডবাণী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন 'কাল হো না হো'-এর হাত ধরে। এই ছবিতে শাহরুখ খান, প্রীতি জিন্টা, সাইফ আলি খান, জয়া বচ্চন, সোনালি বেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি 'সালাম- ই-ইশক'-এ সলমন খান, প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম, বিদ্যা বালান, গোবিন্দ, অনিল কাপুর, জুহি চাওলা, সোহেল খান, ইশা কপিকার এবং অক্ষয় খান্না গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
কিছুদিনের মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জন আব্রাহাম-শর্বরী অভিনীত 'বেদা'। তার এপিক-ড্রামা সিরিজ- ফ্রিডম অ্যান্ড মিডনাইটের প্রোমোও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।