বাংলা নিউজ > বায়োস্কোপ > Nikhil Advani on Mrs Chatterjee: মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য কতটা বোঝাতে হয়েছিল রানিকে? কী বললেন প্রযোজক?

Nikhil Advani on Mrs Chatterjee: মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য কতটা বোঝাতে হয়েছিল রানিকে? কী বললেন প্রযোজক?

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য একদিনেই রাজি হন রানি

Nikhil Advani on Mrs Chatterjee: যেদিনই স্ক্রিপ্ট পেয়েছেন তার পরদিনই নাকি ছবিটির জন্য হ্যাঁ বলেছিলেন অভিনেত্রী। এমনটাই জানালেন প্রযোজক নিখিল আডবানি।

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের স্ক্রিপ্ট রেডি হওয়ার পরই নাকি প্রযোজক নিখিল আডবানি বুঝেছিলেন তিনি এমনই কিছু চেয়েছিলেন। আর তাঁর সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যখন রানি মুখোপাধ্যায় তাঁর প্রস্তাবে হ্যাঁ বলেছিলেন। সকলেই জানেন রানি তাঁর কাজের বিষয়ে কতটা খুঁতখুঁতে। তিনি যখন এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করার হ্যাঁ বলেন তখন তো আর সেটা নিয়ে প্রশ্নই থাকে না। বিশেষ করে যখন তিনি গত এক দশকে সমস্ত ছবিই যশ রাজ ফিল্মসের ব্যানারে করেছেন, শুধুমাত্র ২০১৩ সালে মুক্তি পাওয়া বম্বে টকিজ ছাড়া।

তাহলে কি এই ছবির জন্য রানি মুখোপাধ্যায়কে রাজি করাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল? প্রযোজক এই বিষয়ে বলেন স্ক্রিপ্টটাই যথেষ্ট ছিল। তাঁর কথায়, 'ওটা একটা বৃহস্পতিবার ছিল যেদিন আমি ওকে স্ক্রিপ্ট দিয়েছিলাম। ও আমায় জানিয়েছিল যে সোমবারের মধ্যে আমায় জানাবে যে এই ছবি ও করবে কিনা। আমি যখন সোমবার ওকে ফোন করি তখন রানি আমায় জানায় যে শুক্রবারই এই ছবি নিয়ে সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এটি ও করবে। এটাই স্ক্রিপ্টের ক্ষমতা।'

এটা কেউই অস্বীকার করতে পারবেন না যে ২০১১ সালে যে ঘটনাটি ঘটেছিল নরওয়েতে সেটা কতটা ভয়ঙ্কর। সাগরিকা আর অনুরূপ ভট্টাচার্যর সন্তানদের কেড়ে নেওয়া হয়েছিল। নরওয়েজিয়ান ওয়েলফেয়ার সার্ভিসের তরফে অবহেলার অভিযোগ তুলে শিশুগুলোকে ওদের থেকে কেড়ে নেওয়া হয়। সেটাই এই ছবিতে উঠে এসেছে। এই ছবির মুখ্য ভূমিকায় আডবানির একমাত্র পছন্দ ছিলেন রানি। এই প্রসঙ্গে প্রযোজক বলেন, 'আপনার যদি পাওয়ারহাউজ অভিনেতার প্রয়োজন হয়, যিনি সমস্ত ধরনের অনুভূতি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে পারেন তাহলে সেই তালিকায় প্রথম যাঁর নাম থাকবে তিনি হলেন রানি। আর এই ছবির মুখ্য চরিত্র একজন বাঙালি, রানি নিজেও বাঙালি। ফলে এর থেকে ভালো অপশন আর কিছু হতেই পারত না।'

২০২১ সালে এই ছবির শ্যুটিং হয়। এস্তোনিয়ায় শ্যুটিং হয় এই ছবির। তিন মাসে শ্যুটিং শেষ করা হয়। ছবিটির পরিচালনা করেছেন অসীমা চিববার।

বায়োস্কোপ খবর

Latest News

আরজি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ? CBI নজরে শাসকদলের ২ 'প্রভাবশালী' নেতা রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের? ‘বলি কোলের এখানে বসবি, গালে মুখটা লেগে যায়’, যৌন হেনস্তায় সাফাই অরিন্দম শীলের ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.