‘বিগ বস ১৪’র ফাইনালিস্ট নিকি তাম্বোলি প্রায়শই থাকেন খবরে। দক্ষিণী ইন্ডাস্ট্রির এই অচেনা মুখ রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিল সলমন খানের রিয়েলিটি শো ‘বিগ বস’র হাত ধরে। আর সেখান থেকে বের হওয়ার পর থেকেই একাধিক কাজের অফার পেতে থাকেন নিকি। ‘খতরো কে খিলাড়ি’ থেকে ‘মিউজিক ভিডিয়ো’-র অফার ভরে ভরে আসতে থাকে তাঁর কাছে। ২০২১ সালেই ‘খতরো কে খিলাড়ি’তে দেখা গিয়েছে তাঁকে, দেখা গিয়েছে ‘কমেডি শো’-তেও। আর এখনের খবর হল নিকি হাতে পেয়ে গিয়েছে তাঁর প্রথম বলিউড ছবি অফারও।
শোনা যাচ্ছে, শ্যুট শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সঙ্গে চলছে ওয়ার্কশপও। নিজেকে ছবির জন্য তৈরি করতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন তিনি। যদিও এই ব্যাপার নিয়ে এখনও কথা বলেননি মিডিয়ায় নিকি। তবে শোনা যাচ্ছে এক ‘এ লিস্টার’ অভিনেতার বিপরীতেই দেখা যাবে তাঁকে।
বিগ বসের ঘরে নিকি পরিচিত ছিল তাঁর লাগাম-ছাড়া কথাবার্তার জন্য। এমনকী, তা নিয়ে কম বকা খাননি হোস্ট সলমনের কাছেও। ২০২১ সালে করোনায় হারিয়েছিলেন নিজের ভাইকে। তবে, কাজের দিকে এতটাই ঝোঁক যে ভাইয়ের মৃত্যুর দিন পনেরোর মধ্যে ‘খতরো কে খিলাড়ি’র টিমের সাথে উড়ে গিয়েছেন কেপ টাউন। মনের ভয় নিয়ে একাধিক স্টান্ট রেকর্ড সময়ে শেষ করে তাক লাগিয়েছেন রোহিত শেট্টিকেও। তবে, সেখানেও নিকি ছিল আপন মর্জির মালিক। পরপর স্টান্ট কুইট করায় অন্যান্য প্রতিযোগী থেকে হোস্ট রোহিত-- কম কথা শোনায়নি তাঁকে!
২০১৯ সালে তামিল ছবি ‘কাঞ্চনা ৩’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন এই সুন্দরী। ছবি রেকর্ড সাফল্য পায়। আর নিকিও জনপ্রিয়তা পায় রাতারাতি। তারপরেই তিনি পা রাখেন বিগ বসের ঘরে!