সুব্রত সেনের 'স্বপ্নের ফেরিওয়ালা' ছবির সময় থেকে একটা সুন্দর রূপকথার সফরের শুরু হয়েছিল। ২০০২ সালে এই সিনেমার মাধ্যমেই বাংলার বিনোদন দুনিয়ায় পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা শর্মা। আর এই ছবিতে ছিলেন যিশুও। সেখান থেকেই শুরু তাঁদের প্রেমকাহিনী। এরপর বেশ কয়েকটি টেলিফিল্মে জুটি বেঁধে কাজ করেন যীশু-নীলাঞ্জনা। ২০০৪ সালে এরপর বিয়ে করে নেন তাঁরা। কিন্তু ২০ বছরের দাম্পত্যে ভাঙনের খবর আসে চলতি বছরেই। হঠাৎই জানা যায়, বিয়ে ভাঙছে যিশু-নীলাঞ্জনার। শুধু তাই নয়, অভিনেতার পরকীয়ার খবরও আসতে শুরু করে, তাঁরই আপ্ত সহায়কের সঙ্গে। এমনকী, যিশুর বাবা হতে চলার খবর ছড়িয়েও শোরগোল ফেলে দেয় টলিপাড়ায়। যদিও এই নিয়ে অভিনেতা প্রথম থেকেই চুপ।
নীলাঞ্জনা ইতিমধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, নিজেকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। এমনকী, দুই মেয়ের নামে নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন হাউজও খুলে ফেলেছেন। সেখান থেকে প্রথম সিরিয়াল এসেছে আনন্দী। এতদিন যিশুর সঙ্গে চালাতেন ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রযোজনা সংস্থা’, যেখান থেকে এখনও রমরমিয়ে চলছে হরগৌরী পাইস হোটেল।
আরও পড়ুন: আলিয়া-রণবীর কন্যা রাহা যেন কিউটের ডিব্বা! হঠাৎ মেয়ের মুখ কেন ঢাকলেন প্রিয়াঙ্কা?
ডিভোর্সের কারণ নিয়ে মুখ না খুললেও, নীলাঞ্জনার একাধিক পোস্ট নতুন নতুন জল্পনা তৈরি করছে নেটপাড়ায়। এবার যেমন যিশু-পত্নী (খাতায়-কলমে এখনও ডিভোর্স হয়নি) লিখলেন, ‘ইস যদি তখন আমার এত সাহস থাকত। যাই হোক, কখনো না হওয়ার থেকে দেরি হওয়া ভালো।’
ভাবছেন হঠাৎ কেন একথা নীলাঞ্জনার মুখে? আসলে ২০১৭ সালে নিজের শেয়ার করা একটি পোস্টই পুনরায় পূর্বউল্লিখিত ক্যাপশনে শেয়ার করেছেন তিনি। আর বছরখানেক আগের সেই পোস্টে লেখা ছিল, ‘কখনো তোমার শুধু লাগে ২০ সেকেন্ডের পাগল করা সাহস। শুধু ২০ সেকেন্ডের লজ্জাজনক সাহস। আমি কথা দিচ্ছি, এর থেকে দারুণ কিছু হবে আপনার সঙ্গে।’
আরও পড়ুন: ‘আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের কাছে…’! শাহরুখের জন্মদিন, শুভেচ্ছায় কী লিখলেন কিঞ্জল
খবর রয়েছে, বহুদিন ধরেই নিজের লেক গার্ডেন্সের বাড়িতেও থাকছেন না যিশু। এমনকী, খাদানের শ্যুটের সময় যখন কলকাতাতে ছিলেন তখনও না। নিন্দকদের দাবি, মুম্বইতে যিশু সহবাস করছেন আপ্ত সহায়ক শিনাল সুর্তির সঙ্গে। এমনকী, অভিনেতার দুই মেয়ে সারা ও জারাও বাবার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। যার প্রমাণ বড় মেয়ে আর ইনস্টাগ্রামে ফলো করেন না বাবাকে। জারা-র প্রোফাইল যদিও বর্তমানে লক করা।