সালটা ২০০৪। সাতপাকে বাঁধা পড়েন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা। কিন্তু চলতি বছরের প্রায় শুরু থেকেই কানাঘুষোয় শোনা যাচ্ছে বিয়ের কুড়ি বছর পর তাঁরা নাকি সেই সম্পর্কে ইতি টানতে চলেছেন। না, এখনও তাঁরা কেউই এই বিষয়ে মুখ খোলেননি। যদিও নীলাঞ্জনা একাধিক ইঙ্গিতবহ পোস্ট করেছেন, করেন মাঝে মধ্যেই। নিজের নামের পাশ থেকে ইনস্টাগ্রামে সরিয়ে দিয়েছেন সেনগুপ্ত পদবীও। জোর জল্পনা, আপ্ত সহায়কের সঙ্গে মুম্বইতে লিভ ইন করেন অভিনেতা। এরই মধ্যে এক বছর বয়স বাড়ল যিশু এবং নীলাঞ্জনার ছোট মেয়ের জারার। তাঁর জন্মদিন উপলক্ষ্যে কী কী ঘটল?
আরও পড়ুন: পানমশলার বিজ্ঞাপনে জিৎ! দেবের সঙ্গে তুলনা টেনে 'প্রধান' ভক্ত লিখলেন, 'গর্বিত যে...'
জারার জন্মদিনে সারা এবং নীলাঞ্জনা
না, যিশু মেয়েকে কোনও শুভেচ্ছা জানাননি সোশ্যাল মিডিয়ায়। ছিলেন না পাশেও। জারার মা এবং দিদিই তাঁর জন্য ঘরোয়া বার্থডে পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই সারাকে শিমারি সিলভার ড্রেসে দেখা গেল। সামনে রাখা সিলভার থিমের একটি কেক। সেই কেকের উপর লেখা 'কাইন্ড, প্রিটি অ্যান্ড স্ট্রং সিন্স ২০১২।' অর্থাৎ এই বছর জারা ১২ পূর্ণ করে ১৩ বছরে পা দিলেন।
বোনের জন্মদিনে সারাকে লাল টিশার্ট এবং জিন্সে দেখা গিয়েছে। আর নীলাঞ্জনাও শিমারি টপ এবং প্যান্ট পরেছিলেন। নীলাঞ্জনা এদিন মেয়ের ছবি পোস্ট করে লেখেন, 'কাউন্টডাউন শুরু হল। আমার টুইন।' সারাও বোনকে শুভেচ্ছা জানিয়ে মজা করে লেখেন, 'শুভ জন্মদিন হনুমান।'
বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে নীলাঞ্জনার পোস্ট
এদিন নীলাঞ্জনা সেনগুপ্ত তাঁর প্রযোজিত সিরিয়াল হরগৌরী পাইস হোটেলের অন্যতম অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'এক সফর, কিন্তু তাও আলাদা। ভরসা রাখো। আমরা দুজনেই এতে একসঙ্গে আছি। ভালোবাসি তোমায়।' প্রসঙ্গত কিছুদিন আগেই সুরভী মল্লিক এবং অভিষেক বসুর বিচ্ছেদের কথা প্রকাশ্যে এসেছে। তাঁদের বিয়ের সমস্ত কিছু ঠিক থাকলেও শেষ পর্যন্ত সম্পর্ক টিকল না। ফলে তিনি যে সেদিকেই ইঙ্গিত করেছেন সেটা কারও বুঝতে নাকি নেই। কারণ একদিকে তাঁর এবং যিশুর বিচ্ছেদের চর্চা তুঙ্গে, আরেকদিকে সুরভী এবং অভিষেকের বিষয়টা প্রকাশ্যে এসেছে সদ্যই। তাই সকলেই সহজে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন। তাঁর এই পোস্টে ১২ বছর আগে করা একটি পোস্টের স্ক্রিনশট জুড়ে দেন।
আরও পড়ুন: কপ ইউনিভার্সের পর এবার রোহিতের ছবিতে মুখোমুখি চুলবুল পান্ডে সিংঘম? অজয় দেবগন বললেন...