বহুদিন ধরে চর্চায় রয়েছেন টলিপাড়ার একসময়ের ‘পাওয়ার কাপল’ যিশু-নীলাঞ্জনা। তাঁদের দীর্ঘ দম্পত্যে যে ভাঙন ধরেছে, একথা এতদিনে কমবেশি অনেকেই শুনে ফেলেছেন। এই মুহূর্তে যিশু থাকেন মুম্বইতে, সেখানে দীর্ঘদিনের আপ্তসহায়ক শিনাল সুর্তির সঙ্গেই নাকি সহবাস করছেন যিশু। এমনকি শিনাল এই মুহূর্তে অন্তঃসত্ত্বা বলেই শোনা যাচ্ছে। অন্যদিকে দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে কলকাতাতেই থাকেন নীলাঞ্জনা।
যদিও নিজেদের সম্পর্ক, ভাঙন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন যিশু-নীলাঞ্জনা দুজনেই। তবে অবশেষে ২৪ অক্টোবর নিজের ফেসবুকের পাতায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নীলাঞ্জনা সেনগুপ্ত। যদিও সেনগুপ্ত পদবীটা এখন আর ব্যবহার করছেন না নীলাঞ্জনা। ঠিক কী লিখেছেন তিনি?
নীলাঞ্জনা নিজের ইনস্টাস্টোরিতে লেখেন, যেখানে লেখা রয়েছে লেখেন, ‘জীবনের ট্র্যাজেডি অনভিপ্রেত যখন কিছু ঘটে সাময়িকভাবে সবকিছু ওলটপালট হয়ে যায়। তবে এটার একটা ভালো দিন হল, এই সময়টা তুমি নিজের ব্যক্তিগত উন্নতির দিকে নজর দিতে পারো। যা একপ্রকার পুনর্জন্মের মতোই।’
আরও পড়ুন-দিনক্ষণ সব পাক্কা, নতুন বছরেই সাতপাক ঘুরবেন শ্বেতা-রুবেল, বিয়েটা কবে?
ব্যক্তিগত ক্ষেত্রে নিজের জীবনকে সত্যিই বদলে ফেলেছেন নীলাঞ্জনা। দুই মেয়ের নামে একটা প্রযোজনা সংস্থা খুলেছেন নীলাঞ্জনা। যদিও যিশুর সঙ্গে মিলে অনেক আগে থেকেই তিনি একটা প্রযোজনা সংস্থা চালাতেন, শোনা যাচ্ছে বর্তমানে নাকি সেই সংস্থা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীলাঞ্জনা। অন্যদিকে আগের প্রযোজনা সংস্থা থেকে সরিয়ে দিয়েছেন যিশুর বাবা নামও।
ব্যক্তিগত জীবনেও আজকাল দুই মেয়ে এবং কাছের বন্ধু-বান্ধবদের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যাচ্ছে নীলাঞ্জনাকে। বৃহস্পতিবারই দুই মেয়েকে নিয়ে মুম্বই পৌঁছে সেখানে বোন চন্দনা শর্মা ও কাছের কিছু মানুষজনের সঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্তও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। নিজের কিছু পোস্ট ও সাক্ষাৎকারে প্রাক্তন অভিনেত্রী বেশ বুঝিয়ে দিয়েছেন যিশু বিহনে নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে চান।
একসময় অভিনেত্রী হিসাবে নীলাঞ্জনা নিজেও প্রতিষ্ঠিত নাম ছিলেন। মুম্বইয়ে হিন্দি টেলিভিশন দুনিয়ায় নিজের কেরিয়ার গড়ে ফেলেছিলেন। ‘হিপ হিপ হুররে’ সিরিয়ালে অভিনয় করে সাড়া ফেলেছিলেন তিনি। তবে কেরিয়ারের জন্য মুম্বইতে থাকা শুরু করলেও ব্যক্তিগত কারণে একাধিকবার নিজের সেই কেরিয়ার জলাঞ্জলী দিয়েছেন যিশুপত্নী। সম্প্রতি 'স্ট্রেট উইথ আপ উইথ শ্রী' পডকাস্টে তিনি বলেন 'প্রথমবার কেরিয়ার ছেড়েছিলাম ভালোবাসে বোম্বে ছেড়ে কলকাতা চলে এসেছিলাম। (প্যাহেলিবার কিয়া থা, প্যায়ার কে লিয়ে, বম্বে ছোড়কে আগ্যায়ী ম্যায় ক্যালকাটা) তারপর আবারও ফিরে গিয়ে বম্বেতে টেলিভিশন কাজ করার কথা ভাবিনি। যদিও আমার কাছে সে অপশন অবশ্য ছিল। আমি একথা মাকেও বলেওছিলাম, মা বললেন, করার দরকার নেই।' বর্তমানে অবশ্য প্রযোজক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নীলাঞ্জনা।