বাংলা নিউজ > বায়োস্কোপ > Nilanjana: ‘ফেলে আসা দিনগুলি আমায় যে পিছু ডাকে…’, মুম্বইয়ে সেই পুরনো দিনের স্মৃতিতে বিভোর নীলাঞ্জনা, চিনতে পারছেন?

Nilanjana: ‘ফেলে আসা দিনগুলি আমায় যে পিছু ডাকে…’, মুম্বইয়ে সেই পুরনো দিনের স্মৃতিতে বিভোর নীলাঞ্জনা, চিনতে পারছেন?

নীলাঞ্জনা

নূপুর আস্থানা পরিচালিত ১৯৯৮-এর অগস্ট খেকে থেকে ২০০১-এর মে পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল এই সিরিয়ালটি। আর সেই সিরিয়ালে কাজ করার সময়ই নিজের এই প্রথম গাড়িটি কিনেছিলেন নীলাঞ্জনা। ২২ অক্টোবর, মঙ্গলবার সকালে নিজের ফেলে আসা সেই মুহূর্তটিই সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন।

পরনে স্কুল ড্রেস। সবুজ স্কার্ট, আর স্কুলের লোগো লাগানো স্ট্রাইপ শার্ট, মাথার চুল বেনী করে বাঁধা, পায়ে কালো রঙের স্কুলের জুতো। এক্কেবারে স্কুল গার্ল লুক। নীল রঙের একটা গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে মেয়েটি। ক্যামেরার দেখতেই বললেন, ‘Hi This is my New Car…’। সঙ্গে সঙ্গেই তাঁর সামনে ছুটে এলেন আরও এক অল্পবয়সী মহিলা। গাড়ির দিকে হাত দেখিয়ে কিছু একটা বোঝাতে দেখা গেল তাঁকে।

ব্যাস, ওই পর্যন্তই। ভিডিয়োতে আর তাঁদের কোনও কথা শোনা যায়নি। কারণ, ভিডিয়োর সঙ্গে জুড়ে গিয়েছে 'কাল হো না হো' গানটি। পোস্টটি করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। এখন আর অবশ্য 'সেনগুপ্ত' পদবীটি ব্যবহার করেন না তিনি। যিশুর সেনগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের ভাঙনে তাঁর নামের পাশ থেকে বাদ পড়েছে এই পদবীটি। সে যাই হোক নীলাঞ্জনার পোস্ট করা ভিডিয়োটি অবশ্য বেশ পুরনো। তবে সেটি ভালো করে দেখলেই বেশ বোঝা যায়, সেখানে দাঁড়িয়ে থাকা 'স্কুল গার্ল' লুকের সেই মেয়েটি আর কেউ নন নীলাঞ্জনা নিজেই।

হ্যাঁ, ভিডিয়োটি লেন্সবন্দি হয়েছিল যখন তিনি ছিলেন পুরো দস্তুর অভিনেত্রী। মুম্বইতে হিন্দি টেলিভিশনের দুনিয়ায় চুটিয়ে কাজ করছেন। নীলাঞ্জনা অভিনীত ‘হিপ হিপ হুররে’ টিভি সিরিজটি ছিল সুপারহিট। নূপুর আস্থানা পরিচালিত ১৯৯৮-এর অগস্ট খেকে থেকে ২০০১-এর মে পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল এই সিরিয়ালটি। আর সেই সিরিয়ালে কাজ করার সময়ই নিজের এই প্রথম গাড়িটি কিনেছিলেন নীলাঞ্জনা। ২২ অক্টোবর, মঙ্গলবার সকালে নিজের ফেলে আসা সেই মুহূর্তটিই সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন। লিখেছেন, সেই মুহূর্তটি লেন্সবন্দি করার জন্য অভিনেতা মেহুল নিসারকে (মেহুলও ছিলেন এই সিরিয়ালের অন্যতম অভিনেতা) ধন্যবাদ জানিয়েছেন নীলাঞ্জনা। ক্যাপশানে লিখেছেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য শুধুমাত্র আপনিই এধরনের মুহূর্ত লেন্সবন্দি করে রাখতে পারেন মেহুল নিসার।’

আরও পড়ুন-‘মনে হল আমি কি বেঁচে আছি!…’ দেবরাজের কীর্তি ফাঁস করলেন 'রাই কিশোরী' অদিতি মুন্সি

আরও পড়ুন-‘প্রথমবার ছেড়েছিলাম ভালোবাসার জন্য, আর দ্বিতীয়বার কাজ ছাড়ি…’, কেরিয়ার ছাড়া নিয়ে মুখ খুললেন নীলাঞ্জনা

পরে ফের লেখেন, ‘আমার ১ম গাড়ি যা আমি হিপ হিপ হুররে- এর শুটিং করার সময় কিনেছিলাম। ২৬ বছর পর…দেখছি কতটা সময় পার করে এসেছি...। আমি একইসঙ্গে গর্বিত, নম্র, আনন্দিত, আবেগপ্রবণ...।আমি #HipHipHurray-এর কাছে সবকিছুর জন্য ভীষণভাবে ঋণী। এটা সারাজীবনের স্মৃতি ও বন্ধুদের জন্য ভালোবাসা। এমন একটা অভিজ্ঞতার জন্য নূপুর ও বিনয়কে ধন্যবাদ। প্রণাম’।

নীলাঞ্জনার এই পোস্ট দেখেই বেশ বোঝা যাচ্ছে, স্মৃতির পাতায় ফিরে আবেগতাড়িত হয়ে পড়েছেন প্রাক্তন অভিনেত্রী বর্তমান প্রযোজক। সম্প্রতি নিজের অভিনীত জনপ্রিয় এই ধারাবাহিকের ২৬ বছর পূর্তিতে বেশকিছু দৃশ্য ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নীলাঞ্জনা। আর তাতেই স্পষ্ট নীলাঞ্জনা তাঁর পুরনো অভিনয় কেরিয়ার নিয়ে আবেগতাড়িত হয়ে রয়েছেন।

আরও পড়ুন-কিংবদন্তি কিশোর কুমার হয়ে পর্দায় ফিরছেন আমির! কে বানাচ্ছেন এই ছবি?

মুম্বইতে অভিনয় কেরিয়ারের শুরুটা বেশ ভালোই হয়েছিল নীলাঞ্জনার। তবে ভালোবাসার টানে, সেসময় শুধুমাত্র যিশুর জন্য মুম্বই ছেড়ে কলকাতায় চলে আসেন তিনি। নিজের গোছানো কেরিয়ার ছাড়ার বিষয়ে সম্প্রতি এক পডকাস্টে মুখ খুলেছেন তিনি। বলেন, প্যাহেলিবার কিয়া থা, প্যায়ার কে লিয়ে, বম্বে ছোড়কে আগ্যায়ী ম্যায় ক্যালকাটা (প্রথমবার কেরিয়ার ছেড়েছিলাম ভালোবাসে বোম্বে ছেড়ে কলকাতা চলে এসেছিলাম)। তারপর আবারও ফিরে গিয়ে বম্বেতে টেলিভিশন কাজ করার কথা ভাবিনি। তবে অবশ্য আমার কাছে সে অপশন অবশ্য ছিল। যখন আমি একথা মাকেও বলেওছিলাম, মা বললেন, 'করার দরকার নেই।'

বায়োস্কোপ খবর

Latest News

ঢেউয়ে চেয়ার উল্টে গেছিল, সেটা তোলার পর দেখা গেল তার নিচে কাঞ্চনদা: সুহোত্র শনির নক্ষত্রে প্রবেশ করবেন মঙ্গল! পকেট ফুলবে কন্যা সহ বহু রাশির, ভাগ্যবান কারা? আমায় অপমান করেছে, অজি সাংবাদিকের আচরণে খেপে লাল জকোভিচ, জিতে ভাঙলেন প্রোটোকল জাতীয় নিরাপত্তার স্বার্থে চিকেন’স নেক করিডর নির্মাণে সম্মতি নবান্নের সবার সামনে মুরগি কাটা আর নয়! কলকাতায় আসছে বড় নির্দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ! এবার সঞ্জুর বিরুদ্ধে বড় অভিযোগ আনল KCA ‘মাঝপথে যদি হাত ছেড়ে….’, ৯ বছরের সম্পর্কে মেলে ধোঁকা, শ্বেতাকে আগলেছেন রুবেল মহিষাদল রাজবাড়ি সংস্কারে নবান্নের উদ্যোগ, ২ কোটি টাকায় হচ্ছে সিংহদুয়ার সংস্কার ৩০ বছর পর শনি-শুক্রের সংযোগে ৩ রাশির বদলাবে সময়, আর্থিক লাভের সঙ্গে আসবে সমৃদ্ধি সলমনের দেরি! বিগ বস ১৮-র গ্র্যান্ড ফিনালের শ্যুটিং না করেই বেরিয়ে গেলেন অক্ষয়

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.