বিগত কয়েক মাস ধরে তুঙ্গে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার বিচ্ছেদের চর্চা। অভিনেতা মুখে কুলুপ এঁটে রাখলেও, মাঝে মধ্যেই নীলাঞ্জনাকে নানা ইঙ্গিতবহ পোস্ট করতে দেখা যায়। এদিনও তার অন্যথা হল না। এদিন ফের একটি ইঙ্গিতবহ পোস্ট করলেন নীলাঞ্জনা সেনগুপ্ত। সেখানেই কী লিখলেন প্রযোজক?
আরও পড়ুন : 'অন্যতম স্মার্ট মার্কেটিং মাইন্ড', বাবার প্রশংসায় পঞ্চমুখ আরিয়ান, ছেলেকে ব্যবসায় কী কী টিপস দেন শাহরুখ?
কী পোস্ট করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত?
এদিন নীলাঞ্জনা সেনগুপ্ত তাঁর প্রযোজিত সিরিয়াল হরগৌরী পাইস হোটেলের অন্যতম অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'এক সফর, কিন্তু তাও আলাদা। ভরসা রাখো। আমরা দুজনেই এতে একসঙ্গে আছি। ভালোবাসি তোমায়।' প্রসঙ্গত কিছুদিন আগেই সুরভী মল্লিক এবং অভিষেক বসুর বিচ্ছেদের কথা প্রকাশ্যে এসেছে। তাঁদের বিয়ের সমস্ত কিছু ঠিক থাকলেও শেষ পর্যন্ত সম্পর্ক টিকল না। ফলে তিনি যে সেদিকেই ইঙ্গিত করেছেন সেটা কারও বুঝতে নাকি নেই। কারণ একদিকে তাঁর এবং যিশুর বিচ্ছেদের চর্চা তুঙ্গে, আরেকদিকে সুরভী এবং অভিষেকের বিষয়টা প্রকাশ্যে এসেছে সদ্যই। তাই সকলেই সহজে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন।
আরও পড়ুন : 'আসছি ঝড় তুলতে...' ফসিলস্ - লক্ষ্মীছাড়ার সঙ্গে শহর কাঁপাবে দক্ষিণের থাইকুদ্দাম ব্রিজ! কবে - কখন জেনে নিন ঝটপট
এদিন নীলাঞ্জনা
তাঁর এই পোস্টে ১২ বছর আগে করা একটি পোস্টের স্ক্রিনশট জুড়ে দেন। সেখানে লেখা, 'ঈশ্বর যখন কঠিন সময়ের একেবারে কিনারে পৌঁছে দেন তখন তাঁকে ভরসা করো। কারণ দুটো জিনিস হতে পারে। হয় তুমি যখন পড়বে উনি তখন তোমায় ধরে নেবে নইলে তোমায় উড়তে শিখিয়ে দেবে।' সঙ্গে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন বেহেন কোড।
আরও পড়ুন : বিয়ের দেড় বছরের মধ্যেই সুখবর দিলেন আথিয়া - রাহুল! কবে আসছে তারকা দম্পতির প্রথম সন্তান?