আরজি করের নির্যাতিতা তথা মৃতার জন্য এদিন মধ্যরাতে প্রতিবাদে সামিল হয়েছিল গোটা বাংলার মানুষ। বিভিন্ন জায়গায় জমায়েত করেন তাঁরা। বাদ যাননি টলিউড তারকারাও। তবে এদিন পথে না নামলেও বাড়ি থেকেই প্রতিবাদ জানালেন নীলাঞ্জনা সেনগুপ্ত এবং তাঁর দুই মেয়ে।
আরও পড়ুন: ছেলের সঙ্গে নয়, আরজি করের প্রতিবাদে একাই মধ্যরাতে রাজপথে নামলেন সৃজিতের মা!
কী পোস্ট করলেন নীলাঞ্জনা?
এদিন নীলাঞ্জনা সেনগুপ্ত তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দুই মেয়েকে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তাঁরা একে অন্যের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে। সঙ্গে ছিলেন অভিনেত্রী প্রযোজকের বোন চন্দনা শর্মাও। তাঁরা পথে না নামলেও শঙ্খ বাজিয়ে আরজি করের নির্যাতিতার জন্য প্রতিবাদে যোগ দেন।
এই ভিডিয়ো পোস্ট করেন এদিন তিনি লেখেন, 'একজন মহিলা হিসেবে, একজন মেয়ে হিসেবে, দুই মেয়ের মা হিসেবে আমি বিশ্বের কাছে এটুকুই চাইব যেন শাস্তি পায় দোষীরা।'
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনলেন ধ্রুব রাঠি! তুলোধোনা নেটিজেনদের
আরও পড়ুন: শাহরুখের নতুন ছবি মোটেই অ্যাকশন ফিল্ম নয়! আপডেট দিয়ে 'কিং' জানালেন, 'এটা একটি কুল এবং...'
আরজি করের জন্য প্রতিবাদে সামিল টলিউড
টলিউডের অনেকেই এদিন পথে নেমেছিলেন। আরজি কর কাণ্ড ঘটে যাওয়ার পর থেকে সাধারণ মানুষ প্রতিবাদে সরব হলেও টলিউডের সেলেবরা নাকি তেমন ভাবে গর্জে ওঠেননি। এমনটাই দাবি করেছিলেন অনেককে। কারও কারও আবার ধারণা ছিল তাঁরা রাজনৈতিক চাপে নাকি 'রাত দখলে' জমায়েতেও আসবেন না। কিন্তু সেটা ভেঙে দিলেন খোদ তারকারাই। এদিন আরজি করের তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে বিচার চেয়ে পথে নামল টলিউডের একাংশ। রাত দখলে সহনাগরিকদের সঙ্গে বিচার চাই স্লোগানে কণ্ঠ মেলালেন শুভশ্রী, পার্নো, মিমি, সহ অন্যান্যরা। বাদ গেলেন না ছোট পর্দার তারকাও। এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে সেখানে দেখা যাচ্ছে মিছিল এবং জমায়েতে অংশ নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, অরিন্দম শীল। তাঁদের সঙ্গে দেখা যায় পরিচালক বিরসা দাশগুপ্তকেও। অন্যদিকে যাদবপুরের জমায়েতে অংশ নেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। বাদ যাননি যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁকে এদিন মিছিল থেকে হাততালি দিয়ে স্লোগান তুলতে দেখা যায়। অন্যদিকে ঋদ্ধি সেনও জমায়েতে অংশ নেন। ছোট পর্দার রূপাঞ্জনা মিত্র থেকে সায়ন্তনী মল্লিক, দিব্যজ্যোতি সহ অনেকেই এদিন রাস্তায় নামেন।