মুম্বইয়ের নামী মডেল-অভিনেত্রী ছিলেন নীলাঞ্জনা সেনগুপ্ত। তবে যিশুকে বিয়ের পর কলকাতায় থিতু হন তিনি। বর্তমানে অভিনয় থেকে নিজেকে সরিয়ে রাখলেও, স্বামীর সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন প্রযোনার কাজ। Blue Water Motion Pictures-এর তরফে তাঁদের সিরিয়াল হরগৌরী পাইস হোটেল বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে এবার বড় সিদ্ধান্ত নিলেন নীলাঞ্জনা। যিশুর সঙ্গে ডিভোর্সের খবরের মাঝে, নিজের নতুন প্রযোজনা সংস্থার ঘোষণা করলেন তিনি।
রবিবার নীলাঞ্জনা ঘোষণা করেন তাঁর প্রযোজনা সংস্থার নাম হতে চলেছে, ‘নিনি চিনি'জ মাম্মাস প্রোডাকশন’। দুই মেয়ে সারা অর্থাৎ নিনি ও জারা অর্থাৎ চিনির নামানুসারেই এই নামকরণ। নিজের নতুন এই উদ্যোগ প্রসঙ্গে নীলাঞ্জনাকে বলতে শোনা যায়, ‘আমি ভীষণ ভীষণ খুশি। প্রযোজক হিসেবে এটা আমার কামব্যাক। মা চলে যাওয়ার পর থেকে মেয়ে দুজন যেভাবে আগলে রেখেছে, আমার মা-কে আমি ওদের মধ্যে পাই। তাই ওদের আজ সঙ্গে রাখা।’
আরও পড়ুন: ‘বোনকে ভাবে খেলার পুতুল…’! রাজ-শুভশ্রী ব্যস্ত, বাড়িতে কী করে ইউভান-ইয়ালিনি
প্রসঙ্গত, হরগৌরী পাইস হোটেলের জন্য BFTA অ্যাওয়ার্ড পান প্রযোজক নীলাঞ্জনা। আর সেই পুরস্কার নেওয়ার সময়ই করলেন জীবনের এই বড় ঘোষণা। পাশে সেইসময় ছিল দুই মেয়ে। এর অর্থ কি, যিশুর সঙ্গে জোট বেঁধে তৈরি করা ব্লু ওয়াটার মোশন পিকচার থেকে সরে দাঁড়াচ্ছেন?
খবর, নিজের আপ্ত সহায়ক শিনাল সুর্তির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন যিশু। এখানেই শেষ নয়, বর্তমানে মুম্বইতে দুজন লিভ ইনও করছেন। এমনকী, কদিন আগে নীলাঞ্জনার যে হাসপাতালে ভর্তির খবর এসেছিল, গুঞ্জন স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ইতিমধ্যেই অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে সেনগুপ্ত পদবি সরিয়েছেন নীলাঞ্জনা। দুই মেয়ে নিয়ে আলাদা থাকছেন বলেও খবর।
আরও পড়ুন: দেব-জিতের ধামাকা! খবর দুই সুপারস্টার একসঙ্গে এক ছবিতে, নেপথ্যে কোন পরিচালক
সারা ও জারা অবশ্য এই খারাপ সময়ে ঢাল হয়েছে মায়ের পাশে। দেখা গিয়েছে বাবাকে আনফলো করে দিয়েছেন সারা। এমনকী, শনিবার ১৯ বছর বয়সী সারা এবার লাল পাড় সাদা শাড়িতে ব়্যাম্পে হাঁটেন সারা। পাশে ছিল মা-মাসি। সবাইকে অবাক করে দেখা মিলল না যিশু। সামাজিক মাধ্যমে মা ও দুই মেয়ে টুকটাক পোস্ট করলেও, অদ্ভুত এক নীরাবতায় নিজেকে মুড়ে রেখেছেন।