যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্তর ডিভোর্স নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। যদিও এই জুটি এখনও জল্পনায় মুখ খোলেননি। নীলাঞ্জনা সমাজমাধ্যম থেকে সেনগুপ্ত পদবি ও যিশুর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলার পর থেকেই এই জল্পনার সূত্রপাত। যিশুর ‘পরকীয়ার’ খবরও মিলছে।
এরই মাঝে বিশেষ করে সামনে এসেছে যিশু-কন্যা সারার একটি পোস্ট। মায়ের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবিখানা শেয়ার করেছেন তিনি। নীলাঞ্জনা পরে রয়েছেন বেগুনি রঙের কো-অর্ড সেট। আর সারার গায়ে কালো রঙের শর্ট ড্রেস, সঙ্গে বেগুনী রঙেরই ব্লেজার গায়ে। সেখানে ক্যাপশনে লেখা, ‘এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালি মানুষ’।
আরও পড়ুন: ‘গাঁটছড়া’র পর ফিরছেন রিয়াজ লস্কর, বিপরীতে ‘কমলা’ অয়ন্যা, কোন চ্যানেলে আসছে এই মেগা
আর সারা-র এই ছবি দেখেই অনেকের ধারণা হয়েছে, মেয়ে রয়েছেন মায়ের দিকেই। তবে কি বাবার সঙ্গে মনোমালিন্য হয়েছে সারারও?
এদিকে, মঙ্গলবার নিজের সমাজমাধ্যমে সারা নিজের একটি রিলও পোস্ট করেন। হাসিমুখে সেখানে মেয়েকে দেখে নীলাঞ্জনা মন্তব্য করেন, ‘সোনা মেয়ে, এ ভাবেই হাসিমুখে থাকো সবসময়।’
আরও পড়ুন: মিথ্যে বলে শ্যামৌপ্তিকে পটিয়ে ফাঁসল নীল, প্রকাশ্যে জি বাংলার নতুন ধারাবাহিক অমর সঙ্গীর প্রোমো
টলিউডে অনেক আগেই পা রেখে ফেলেছেন সারা। দেখা গিয়েছিল তাঁকে উমা ছবিতে। এরপর আর সিনেমায় কাজ করেননি। পড়াশোনাতেই মন দিয়েছিলেন। যদিও মাঝে মুম্বইয়ে একটি বিদেশি ব্র্যান্ডের ফ্যাশান শো-তে হেঁটে একেবারে আলোড়ন ফেলে দেন। কদিন আগে অবশ্য ছিল উমার কলেজের কনভোকেশন। সেদিন একসঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যীশু ও নীলাঞ্জনা দুজনেই। যার ছবি এর আগেই শেয়ার করেছিলেন অভিনেতা-কন্যা।
আরও পড়ুন: ২০ বছরের মেয়ের মৃত্যু ক্যানসারে! বাবার কোলে মাথা রেখেই হাউহাউ কান্না সোনু নিগমের
বিয়ের ২০ বছর পর ‘ভাঙনের মুখে’ যিশু-নীলাঞ্জনার বিবাহিত জীবন। নীলাঞ্জনাকে ছেড়ে গুজরাটের শিনাল সুর্তির প্রেমে মজেছেন বলে খবর। এমনকী, দুজনের লিভ ইনের খবরও মিলছে। কর্মসূত্রে শিনাল হলেন অভিনেতার আপ্ত সহায়ক। বিগত প্রায় পাঁচ বছর যিশুর সব কাজ সামলাচ্ছেন গুজরাটের এই সুন্দরী কন্যে। নীলাঞ্জনা সেনগুপ্ত নাকি সেই কথা জানার পর আত্মহত্যার চেষ্টাও করেন।
বাংলা সিনেদুনিয়ার অন্যতম ‘পাওয়ার কাপল’ মনে করা হত যিশু আর নীলাঞ্জনাকে। তাই তাঁদের সম্পর্ক ভাঙার খবর শুধু যে অনুরাগীদের অস্থির করেছে এমন নয়, তারকারাও ইতিমধ্যেই মুখ খুলেছেন এই বিয়ে ভাঙা নিয়ে।