ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন দুজনে। দুই সন্তান নিয়ে ২০ বছরের সুখী দাম্পত্য। আচমকাই শিনাল-সুনামিতে তছনছ নীলাঞ্জনার সাজানো গোছানো সংসার। যিশু-নীলাঞ্জনার দাম্পত্যে চিড়ের কথা কারুর অজানা নয়। এখন আর এক ছাদের নীচে থাকেন না স্বামী-স্ত্রী। মুখ দেখাদেখি বন্ধ।
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন গায়েব থাকার পর শুক্রবারই কামব্যাক করেন যিশু। তার কয়েকঘণ্টা পর ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার। সরসারি যিশুকে নিয়ে মুখ না খুললেও গত একমাস যাবত সোশ্যাল মিডিয়ায় একাধিক রহস্যপূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা। এবার মোটিভেশন্যাল স্পিকার গৌর গোপাল দাসের একটি বক্তব্য নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন নীলাঞ্জনা।
সেখানে গৌর গোপাল দাসকে বলতে শোনা গেল, ‘আমি লোকজনের কাছে জবাবদিহি করা দেওয়া বন্ধ করে দিয়েছি। কেন জানেন? কারণ যাঁরা আমাকে ভালোবাসে তাদেরকে কোনও জবাবদিহি করার দরকার পড়ে না। আর যারা আমাকে ভালোবাসে না, তারা আমার জবাবদিহি নিয়ে কোনও কেয়ার করে না।’
এই বক্তব্য শেয়ার করে নীলাঞ্জনা ‘Thats… hit Home’ এই ক্যাপশন জুড়ে দেন। অর্থাৎ নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন যিশু ঘরণী। নিজের জীবনের ওঠাপড়া নিয়ে কারুর কাছে জবাবদিহি করতে চান না নীলাঞ্জনা। এই কঠিন সময়ে তাঁকে আগলে রেখেছে দুই মেয়ে সারা, জারা এবং বোন চন্দনা। পাশে রয়েছেন তাঁর ছেলেবেলার বান্ধবী রাগেশ্বরীও।
রাগেশ্বরীর ডাকে খুব শীঘ্রই দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে লন্ডন উড়ে যাবেন নীলাঞ্জনা। সেখানে কিছু ভালো মুহূর্ত তৈরির অপেক্ষায় তিনি। সোশ্যাল মিডিয়ায় দুই বন্ধুর কথোপথনে উঠে এসেছে এমনটাই। সম্প্রতি প্রযোজক অতনু রায়চৌধুরীর নাতনির অন্নপ্রাশনে হাসিমুখে দেখা মিলেছে যিশুর। একাই সেই অনুষ্ঠানে পৌঁছেছিলেন অভিনেতা। চলতি সপ্তাহেই সামনে এসেছে খাদান-এর টিজার। ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি।
নিজের নামের পাশ থেকে যিশুর পদবি সরিয়েছেন নীলাঞ্জনা, এমনকী যিশুর প্রযোজনা সংস্থা থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন নীলাঞ্জনা। নিজের হাতে গড়েছিলেন যিশু উজ্জ্বল প্রোডাকশন, তবে খবর আজকাল আর হরগৌরীর সেটে দেখা যায় না নীলাঞ্জনাকে। দুই মেয়ে সারা-জারার নামে গড়েছেন ‘নিনিচিনিস মাম্মাস প্রোডাকশন’। আগামী মাসেই এই প্রযোজনা সংস্থার প্রথম মেগা ‘আনন্দী’ আসছে জি বাংলায়। সেপ্টেম্বরেই সম্প্রচার শুরু, রাত ৯.৩০টার স্লটে আসতে পারে এই মেগা, চর্চা টেলিপাড়ায়। তবে আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি স্লট।