চারিদিকে এখন ভালোবাসার মরশুম। বসন্ত নিজের সঙ্গে প্রেমের গন্ধ ছড়িয়ে দিয়েছে বাতাসে। এরই মাঝে শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। প্রেমিক প্রেমিকারা নিজেদের মতো করে নিজেদের সময়কে কাটাতে উপভোগ করতে ব্যস্ত। আর এমন সময় একদিকে যখন যিশু সেনগুপ্তর সঙ্গে ডিভোর্সের চর্চা তুঙ্গে তখন আরেকদিকে এই প্রেমের সপ্তাহ শুরু হতে না হতেই কী উপহার পেয়েছেন সেটাই দেখালেন নীলাঞ্জনা।
আরও পড়ুন: অসমবয়সী প্রেমের গল্পে দিতিপ্রিয়ার বিপরীতে জিতু! ধারাবাহিকের নাম বদলে 'তোমাকে ভালোবেসে' থেকে হল কী?
কী ঘটেছে?
নীলাঞ্জনা এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন, আর সেটা দেখেই ভ্রু কুঞ্চিত হয়েছে নিন্দকদের। কী রয়েছে ছবিতে? নীলাঞ্জনা এদিন যে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি গোলাপ রাখা আর সঙ্গে এক বাক্স চকলেট। সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, 'লাভ অ্যাকচুয়ালি।'

আর এই ছবি দেখেই হইচই পড়েছে। অনেকের মনেই সন্দেহ উঁকি দিয়েছে যে এই গোলাপ বা চকোলেট কে উপহার দিয়েছেন তাঁকে। তবে কি নীলাঞ্জনা মনের মানুষ খুঁজে পেয়েছেন? নতুন কেউ এসেছে তাঁর জীবনে? উত্তর অজানা। কারণ যিশুর সঙ্গে বিচ্ছেদের জল্পনা থেকে শুরু করে এই উপহার তাঁকে কে দিয়েছেন সেই বিষয়ে এক প্রকার মুখে কুলুপ এঁটে রেখেছেন তিনি।
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এদিন তাঁর বোন এবং মেয়েদের সঙ্গেও খেতে যাওয়ার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন ধোসা লাভার। ফলে অনেকে আবার মনে করছেন, মেয়েরা বা তাঁর বোনও তাঁকে এই উপহার দিয়ে থাকতে পারেন প্রেমের সপ্তাহে।

আরও পড়ুন: মদ-তামাকের থেকেও ক্ষতিকর চিনি, দাবি নাগা চৈতন্যের! সামান্থার প্রাক্তন বললেন, ‘পুরো বিষের মতো…’
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, গত বছরের মাঝামাঝি সময় থেকেই তুঙ্গে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার বিয়ে ভাঙার চর্চা। সোজাসুজি এই বিষয়ে কিছু না বললেও নানা ইঙ্গিতমূলক পোস্ট করেছেন নীলাঞ্জনা নানা সময়। নামের পাশ থেকে সরিয়ে দিয়েছেন সেনগুপ্ত পদবীও। প্রায় কুড়ি বছরের দাম্পত্য জীবন ভাঙার নেপথ্যে কানাঘুষোয় শোনা গিয়েছিল অভিনেতা নাকি অন্য কাউকে মন দিয়েছেন। মুম্বই গিয়ে ম্যানেজারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তিনি আর নীলাঞ্জনা নাকি এক বাড়িতেও থাকছেন না।