এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। এমনকি শুধু বাংলাতে নয়, অভিনেত্রী হিসাবে কাজ করেছেন মুম্বইতেও, সাফল্যও পেয়েছেন। তবে বর্তমানে অভিনয় থেকে বহুদূরে নীলাঞ্জনা শর্মার পরিচয় মূলত প্রযোজক হিসাবেই। তবে অনেকেই তাঁকে চেনেন 'যিশু সেনগুপ্তের স্ত্রী' হিসাবে। আর সাম্প্রতিক সময়ে এই পরিচয়েই বারবার চর্চায় উঠে এসেছেন নীলাঞ্জনা।
তবে নাহ, যিশুর স্ত্রী হিসাবে তাঁকে নিয়ে আলোচনা যতই হোক না কেন, বেশ কয়েক মাস হল সেই পরিচয়কেও দূরে ঠেলেছেন তিনি। 'সেনগুপ্ত' পদবী ফেলে দিয়ে নামের পাশে জুড়ে নিয়েছেন পুরনো ‘শর্মা’ পদবী। কারণ, যিশুর সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ যে পাল্টে গিয়েছে সেকথা এতদিনে সকলেই জানেন। যদি যিশুর সঙ্গে ডিভোর্স চর্চা নিয়ে সেভাবে মুখ খোলেননি নীলাঞ্জনা। কিন্তু বিষয়টা কতটা কঠিন হয়েছে তাঁর কাছে?
যদিও এবিষয়ে আনন্দপ্লাসকে নীলাঞ্জনার সাফ জবাব, ‘কেন কঠিন হবে? অতীতের ঘাত-প্রতিঘাত কাটিয়ে উঠেছি আমি। অতীত এখন অনেকটা পিছনে। অতীতকে নিয়ে বেঁচে থাকলে কখনওই এগোনো যায় না। তাই পিছনে তাকিয়েও লাভ নেই। বর্তমান সময়টাই আমার কাছে উপহার। ভবিষ্যতের উপর কারোর নিয়ন্ত্রণ নেই। তাই কী ঘটেছে তা নিয়ে কান্নাকাটি না করে হতাশ না হয়ে সামনে তাকাতে হবে।’
আরও পড়ুন-‘কিছু কিছু কথা…’ বাড়িতে বসেই অরিজিতের গান গেয়ে শোনাল সারেগামাপা-র অনীক, কী বলছে নেটপাড়া?
নীলঞ্জনার কথায়, কাজের জায়গায় ছেলেমেয়ের কোনও পার্থক্য তিনি করেন না। জানান 'তোমায় আমায় মিলে' সিরিয়ালটার যখন তিনি প্রডিউস করেছেন তখন মেয়ে জারা মোটে ১৮ দিনের। বলেন, ‘আমার বুকের দুধ বোতলে করে দিয়ে আসতাম, মা সেটা ওকে খাওয়াত। সেই কঠিন সময় একাই লড়েছি। তবে মা হিসাবে বিশাল কিছু করেছি, এটা মনে করি না।’
নীলঞ্জনার প্রশ্ন, মেয়েদেরকেই কেন মাল্টিটাস্ককিং হতে হবে? কেন দিনের শেষে ঠিক করতে হবে, বাড়িতে কী রান্না হবে? সঙ্গে বাচ্চার ভ্যাকশিনের ডেট, বাচ্চার হিসেবপত্র, সবই মেয়েদের উপরই চাপিয়ে দেওয়া হয়। তবু কাজের জায়গায় দাঁড়িয়ে সে কখনও ডেটলাইন মিস করে না। কাজটাও নির্ভুল করতে হয়। তাঁর কথায়, একটা ছেলে যত সহজে কাজের জন্য বাইরে বের হয়ে পড়তে পারে, একটা মেয়ে সেটা পারে না। আসলে মেয়েদের এখনও দশভূজা বলেই মনে করা হয়।
প্রসঙ্গত, মুখে সরাসরি না বললেও নীলঞ্জনার এই ইঙ্গিত কি যিশুর বারবার মুম্বই সফর নিয়ে? যিশুর অনুপস্থিতিতে সংসার, দুই সন্তান আবার প্রযোজনার কাজ সবটাই একা হাতেই সামলেছেন নীলাঞ্জনা। প্রসঙ্গত, গত বছর মাঝামাজি সময়ে সামনে এসেছিল যিশু-নীলাঞ্জনার বিবাহ-বিচ্ছেদের খবর। তবে এবিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলতেই রাজি নন নীলাঞ্জনা।
কাজের দুনিয়ায় প্রযোজক হিসাবে তিনি সফল, তবে অভিনয়ে ফেরার কথায় নীলাঞ্জনা বললেন, ‘মেগা সিরিয়ালের প্রস্তাব এখনও আসছে, তবে মাসে ২৫ দিন দেওয়া সম্ভব নয়। এখন দুই মেয়ের সবকিছু আমাকেই দেখতে হচ্ছে।’