বাংলা নিউজ > বায়োস্কোপ > Nilanjana-Jissu: যিশুর ‘বাবা হওয়ার’ গুঞ্জনের মাঝে ভাইরাল একটা ছবি! নীলাঞ্জনা লিখল, ‘এটাই শেষ…’

Nilanjana-Jissu: যিশুর ‘বাবা হওয়ার’ গুঞ্জনের মাঝে ভাইরাল একটা ছবি! নীলাঞ্জনা লিখল, ‘এটাই শেষ…’

যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে চর্চা এখনও তুঙ্গে।

যিশু সব বিতর্ক থেকে রেখেছেন নিজেকে বহু যোজন দূরে। মাঝে হঠাৎ রটেছে, অভিনেতা নাকি বাবা হতে চলেছেন, নিজের আপ্ত সহায়কের সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্কের জেরে। এরই মাঝে ভাইরাল, নীলাঞ্জনার একটি ছবি। 

মাসখানেক আগে যখন যিশু সেনগুপ্তর ডিভোর্সের খবর সামনে আসে, তখন হতবাক হয়েছিল সাধারণ মানুষ। ভালোবাসায় মুড়ে থাকা এই দুই তারকাকে পাওয়ার কাপল হিসেবেই ধরত সকলে। অফিসিয়ালি যিশু বা নীলাঞ্জনা সরাসরি এই বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। তবে নীলাঞ্জনার কিছু সোশ্যাল পোস্টে ইঙ্গিত খুঁজে পেয়েছে নেট-নাগরিকদের একাংশ। তবে যিশু সব বিতর্ক থেকে রেখেছেন নিজেকে বহু যোজন দূরে। মাঝে হঠাৎ রটেছে, অভিনেতা নাকি বাবা হতে চলেছেন, নিজের আপ্ত সহায়কের সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্কের জেরে।

যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবর আসার কয়েকমাস আগেই মাকে হারিয়েছিলেন মডেল-অভিনেত্রী। যিনি এখন প্রযোজকও বটে। সেই প্রয়াত মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। মায়ের হাত ধরে রাখার একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘টেকনিক্যালি তোমার সঙ্গে তোলা শেষ ছবি আমার এটা। আমি তোমাকে ভালোবাসি মা। প্রতি জন্মে আমারই মা হয়ে এসো। ৭ মাস হয়ে গেল…’

আরও পড়ুন: ডাক্তার আন্দোলনের নামে অগ্নি ‘খাবার নষ্ট’ করছে অভিযোগ, ছবি দিয়ে প্রমাণ রাখলেন আরজে

আরও পড়ুন: দেখেই খুলে ফেললেন গায়ের কোট…! বিতর্ক অতীত, পার্টিতে রণজয়-শ্যামৌপ্তি একসঙ্গে, প্রেমে কি পড়বে শিলমোহর?

বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক প্রাণ হারান ৭৯ বছর বয়সে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শহরের বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় অভিনেত্রীর। শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে তিনি। ‘অনুষ্টুপ চন্দ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে মাত্র ২০ বছর বয়সে পা রাখেন সিনেমার জগতে। ‘চৌরঙ্গী’, ‘রৌদ্র ছায়া’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় আজও মনে রেখেছে দর্শক। উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটিও ছিল বিশেষ প্রশংসিত। 

আরও পড়ুন: কাশ্মীরে গিয়ে ঘোড়া চড়ে সমালোচনায় ইমন-নীলাঞ্জনা, কী জবাব দিলেন গায়িকা?

এদিকে, টলিউডের ভিতরের অনেকেই যিশুর বাবা হওয়ার খবর হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। তবে আপ্ত সহায়ক শিনাল সুর্তির সঙ্গে প্রেম বা লিভ ইন ঘিরে সদার্থক জবাব বেশিরভাগের। ঘনিষ্ঠ অনেকের আবার দাবি, বিয়ে ভাঙার পিছনে নাকি দায়ি নীলাঞ্জনাই। তিনি নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর উপরে। দীর্ঘ দিন ধরে সেই আচরণ সহ্য করার পর ক্রমশ মন বিষিয়ে উঠছিল অভিনেতার। তবে দুই মেয়ের কথা ভেবে নাকি মুখ বন্ধ রেখেছেন। এমনকী, নিজের প্রযোজনা সংস্থা-সহ যাবতীয় সম্পত্তিও নাকি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দিয়েছেন। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.