মাসখানেক আগে যখন যিশু সেনগুপ্তর ডিভোর্সের খবর সামনে আসে, তখন হতবাক হয়েছিল সাধারণ মানুষ। ভালোবাসায় মুড়ে থাকা এই দুই তারকাকে পাওয়ার কাপল হিসেবেই ধরত সকলে। অফিসিয়ালি যিশু বা নীলাঞ্জনা সরাসরি এই বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। তবে নীলাঞ্জনার কিছু সোশ্যাল পোস্টে ইঙ্গিত খুঁজে পেয়েছে নেট-নাগরিকদের একাংশ। তবে যিশু সব বিতর্ক থেকে রেখেছেন নিজেকে বহু যোজন দূরে। মাঝে হঠাৎ রটেছে, অভিনেতা নাকি বাবা হতে চলেছেন, নিজের আপ্ত সহায়কের সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্কের জেরে।
যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবর আসার কয়েকমাস আগেই মাকে হারিয়েছিলেন মডেল-অভিনেত্রী। যিনি এখন প্রযোজকও বটে। সেই প্রয়াত মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। মায়ের হাত ধরে রাখার একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘টেকনিক্যালি তোমার সঙ্গে তোলা শেষ ছবি আমার এটা। আমি তোমাকে ভালোবাসি মা। প্রতি জন্মে আমারই মা হয়ে এসো। ৭ মাস হয়ে গেল…’
আরও পড়ুন: ডাক্তার আন্দোলনের নামে অগ্নি ‘খাবার নষ্ট’ করছে অভিযোগ, ছবি দিয়ে প্রমাণ রাখলেন আরজে
বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক প্রাণ হারান ৭৯ বছর বয়সে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শহরের বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় অভিনেত্রীর। শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে তিনি। ‘অনুষ্টুপ চন্দ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে মাত্র ২০ বছর বয়সে পা রাখেন সিনেমার জগতে। ‘চৌরঙ্গী’, ‘রৌদ্র ছায়া’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় আজও মনে রেখেছে দর্শক। উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটিও ছিল বিশেষ প্রশংসিত।
আরও পড়ুন: কাশ্মীরে গিয়ে ঘোড়া চড়ে সমালোচনায় ইমন-নীলাঞ্জনা, কী জবাব দিলেন গায়িকা?
এদিকে, টলিউডের ভিতরের অনেকেই যিশুর বাবা হওয়ার খবর হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। তবে আপ্ত সহায়ক শিনাল সুর্তির সঙ্গে প্রেম বা লিভ ইন ঘিরে সদার্থক জবাব বেশিরভাগের। ঘনিষ্ঠ অনেকের আবার দাবি, বিয়ে ভাঙার পিছনে নাকি দায়ি নীলাঞ্জনাই। তিনি নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর উপরে। দীর্ঘ দিন ধরে সেই আচরণ সহ্য করার পর ক্রমশ মন বিষিয়ে উঠছিল অভিনেতার। তবে দুই মেয়ের কথা ভেবে নাকি মুখ বন্ধ রেখেছেন। এমনকী, নিজের প্রযোজনা সংস্থা-সহ যাবতীয় সম্পত্তিও নাকি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দিয়েছেন।