অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কে চিড় ধরেছে, সেটা আর অজানা নয়। গত সপ্তাহেই ছিল রাই সুন্দরীর জন্মদনি। তবে অভিষেকের সোশ্যাল মিডিয়া ছিল ফাঁকা, যা আগে কখনও ঘটেনি! ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্সের জল্পনার মাঝেই মাস কয়েক ধরেই অভিনেত্রী নিমরিত কৌরের সঙ্গে অভিষেকের প্রেম সম্পর্কের গুঞ্জন মাথাচাড়া দিয়েছে বি-টাউনে। আরও পড়ুন-বউর জন্মদিনে এল না পোস্ট! একসময় ঐশ্বর্যকে ডিভোর্স নিয়ে অভিষেকের টুইট ছিল, ‘কখন দ্বিতীয় বিয়ে করছি…’
শোনা যাচ্ছে, অভিষেকের সঙ্গে সম্পর্ক রয়েছে নিমরিত। সেই নিয় ক্ষুব্ধ ঐশ্বর্য ভক্তরা। নেটিজেনরাও নায়িকাকে ‘ঘরভাঙানি’ বলে দেগে দিতে পিছপা হচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় নিমরিতকে ঘিরে নেতিবাচক মন্তব্যে ছেয়ে গিয়েছে। এর মাঝেই 'সিটাডেল হানি বানি' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নায়িকা। সরাসরি অভিষেকের সঙ্গে প্রেম নিয়ে কথা না বললেও, নিজের প্রেমজীবনের ছবিটা স্পষ্ট করে দিলেন নিমরিত কৌর।
জুমের সঙ্গে কথা বলার সময় নায়িকা স্পষ্ট জানান, এই মুহূর্তে তিনি সিঙ্গেল। কারুর সঙ্গেই কোনও সম্পর্ক নেই তাঁর। তিনি সিঙ্গল এই কথায় সহমত পোষণের পাশাপাশি সিঙ্গল মেয়েদের ট্রাভেলিং টিপসও দেন অভিষেক বচ্চনের দশমি কো-স্টার। অভিষেকের সঙ্গে নাম জড়ানোর পর থেকে ব্যাপক কটাক্ষের মুখে নিমরিত। এর মাঝেই এক পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়, যেখানে অভিষেক জানান, তাঁর বিবাহিত জীবন ১৫ বছরের। যা শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন নিমরিত। যা মোটেই ভালো চোখে নেয়নি ঐশ্বর্য ভক্তরা। জানা যাচ্ছে, অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর ডিভোর্স চর্চার মাঝেই ছেলের সঙ্গে নিমরিতের নাম জড়ানো নিয়ে বিরক্ত বচ্চন পরিবার।
নিমরিতের পেশাগত জীবন সম্পর্কে কথা বলতে গেলে, তাকে লাস্ট সজনী শিন্ডের ভাইরাল ভিডিয়োতে দেখা গেছে যেখানে তিনি ইন্সপেক্টর বেলা বারোটের ভূমিকায় অভিনয় করেছিলেন। এবার 'সেকশন ৮৪' ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডায়না পেন্টি।
অভিষেকের কথা বলতে গেলে, সম্প্রতি তার আসন্ন ছবি আই ওয়ান্ট টু টকের ট্রেলার মুক্তি পেয়েছে, যা খুব ভাল সাড়া পেয়েছে। তবে এই ছবির নিয়ে এখনও পর্যন্ত কোনও পোস্ট আসেনি ঐশ্বর্যর তরফে। বরের ছবির ট্রেলার বেরোলেই তার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যেত ঐশ্বর্যকে। ২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বর্য। তাঁদের একমাত্র সন্তান আরাধ্যা। কঠিন সময়ে মায়ের হাত শক্ত করে ধরে রেখেছে আরাধ্যা।