ঐশ্বর্য রাই বচ্চন আর অভিষেক বচ্চনের ডিভোর্সের মাঝে নাম জড়ানোয় বেশ জেরবার অবস্থা নিমরত কৌরের। দশভি ছবিতে একসঙ্গে কাজ করেছেন নিমরত আর অভিষেক। হঠাৎই পুরনো কিছু ভিডিয়ো ভাইরাল হয় সংবাদমাধ্যম ও নেটমাধ্যমে। আর ছড়াতে থাকে প্রেমের ভুয়ো খবর। ইতিমধ্যেই এসব হাওয়ায় উড়িয়েছেন নিমরত। আর এবার তো পরিচয় করালেন নিজের নতুন সঙ্গীর সঙ্গে।
চা-খাওয়ার নতুন সঙ্গী এসেছে তাঁর জীবনে। তবে এটি কোনো মানুষ নন, বরং একটি মিষ্টি প্রাণী। আর সেটি হল পোষ্য একটি বিড়াল। পোষা বিড়ালের একটি ছবি শেয়ার করলেন নিমরত ইনস্টাগ্রাম স্টোরিতে। আর ক্যাপশনে লিখেছেন, ‘বাড়ি ফিরে আমার চা পার্টনারর সঙ্গে’। ছবিতে নিমরতের বিড়ালকে তাঁর সঙ্গে সোফায় বসে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: বিয়ের ২ বছরে ব্যবসায়ী বরকে ডিভোর্স, খোরপোশে কোটি টাকা নিয়েছেন? মুখ খুলল ‘গঙ্গারাম’-খ্যাত সোহিনী
![নিমরত কৌরের ইনস্টাগ্রাম স্টোরি। নিমরত কৌরের ইনস্টাগ্রাম স্টোরি।](https://images.hindustantimes.com/bangla/img/2024/12/05/original/Nimrat_1733371399213.jpg)
সম্প্রতি, অভিনেত্রী ফটো-শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে খুব সক্রিয়। এর আগে, তিনি ফুলের ক্ষেতে নিজের পোজ দেওয়ার একাধিক ছবি পোস্ট করেছিলেন। ‘খিল-খিলাতে খেতোঁ মে খেলতি হুয়ে খাতুন!! 5 বার লাগাতার বোল সক্তে হো মেরে ইয়ার!?’, পোস্টটির ক্যাপশনে লিখেছিলেন।
কদিন আগে পরোক্ষভাবে অভিষেকের সঙ্গে প্রেমের গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দেন নিমরত। 'সিটাডেল হানি বানি' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নায়িকা। সরাসরি অভিষেকের সঙ্গে প্রেম নিয়ে কথা না বললেও, নিজের প্রেমজীবনের ছবিটা স্পষ্ট করে দেন। জুমের সঙ্গে কথা বলার সময় নায়িকা স্পষ্ট জানান, এই মুহূর্তে তিনি সিঙ্গেল। কারুর সঙ্গেই কোনও সম্পর্ক নেই তাঁর।
এই নিয়ে বচ্চন পরবারের এক ঘনিষ্ঠক বলতে শোনা যায়, ‘এই গুজবে কোনো সত্যতা নেই। আমরা ভাবছি কেন মহিলা (নিমরত কৌর) অস্বীকার করেননি। অভিষেক চুপ করে আছেন, কারণ তাঁর জীবনে এখন অনেক কিছু চলছে এবং হয়েছে। তাঁকে যে কোনো বিতর্ক এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
কাজের সূত্রে, ‘সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিয়ো’তে শেষ দেখা গিয়েছে নিমরতকে। যেখানে তিনি ইন্সপেক্টর বেলা বারোটের ভূমিকায় অভিনয় করেছিলেন। এবার 'সেকশন ৮৪' ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডায়ানা পেন্টি।