জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক নিয়ে দর্শকদের উৎসাহ বরাবরই থাকে তুঙ্গে। ৪০ সপ্তাহের বেশি TRP তালিকায় শীর্ষে ছিল ‘মিঠাই’। যদিও গত সপ্তাহে রেটিং কিছুটা কমেছে। তবে, তাতে দর্শকদের উৎসাহ খুব একটা কমেনি।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি প্রোমো পোস্ট করেছেন ‘মিঠাই’-এর নির্মাতারা। যেখানে দেখা যাচ্ছে প্রেমে হাবুডুবু খাচ্ছে পুলিশ অফিসার রুদ্র। ব্লেজার পরে ফিটফাট হয়ে তৈরি সে। এক ক্যাফেতে বসে ভাবছে কীভাবে ধরাকে করবে প্রেম নিবেদন। আর দেখা যায় ঠিক তখনই গোলাপি শাড়ি পরে সেই ক্যাফেতে আসে ধরা। ইতস্তত করতে থাকা রুদ্রকে দেখে বুঝে যায়, কিছু একটা নিয়ে বড় চিন্তায় পড়েছে।
রুদ্র যে প্রেমে পড়েছে তা ধরে ফেলে ধরা। বলে ওঠে, ‘ওমা রুদ্রদা তুমি তো প্রেমে পড়েছ? কার নিপার?’ যদিও রুদ্র জানিয়ে দেয় নিপা খুব ছোট। ছেলেমানুষ। অন্য কাউকে ভালোবাসে সে। ইতস্তত করতে করতে উচ্চারণ করে বসে ধরা-র পুরো নাম, ‘বসুন্ধরা’!
এই প্রোমো সামনে আসতেই উত্তেজনা দর্শকদের মধ্যে। কারও কারও দাবি, ‘রুডি বয়কে ভালো লাগবে নিপার সাথেই’। আর কেউ মনে করছেন, ‘ধরা ভালোবাসে প্রতীককে। তাই সে না করে দেবে। সেই নিপার কাছেই যেতে হবে রুদ্রকে।’
এদিকে একই হাল মিঠাই আর সিডেরও। মিঠাইয়ের ‘ইংরেজি পার্টনার’ কে নিয়ে হিংসে হচ্ছে সিডের। এমনকী, দার্জিলিংয়ে গিয়ে বউকে প্রপোজও করতে চলে সে। যদিও চ্যানেলের তরফে এখনও প্রোমো সামনে আনা হয়নি, তবে ফ্যানপেজের তরফ থেকে প্রথম ঝলক এসেগিয়েছে প্রকাশ্যে। ‘মিঠাই’ জুড়ে প্রেমের আবহে উত্তেজিত দর্শকরাও। ভালোবাসার টুইস্ট কি পারবে TRP-কে আবারও পয়লা নম্বরে নিয়ে আসতে?