মুক্তি পেল ‘নির্ভয়া’র ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার এবং গৌরব চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, হিয়া দে সহ অন্যান্যরা। ১৩ বছরের এক নাবালিকার গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ছবির গল্প।
১৩ বছর বয়সী প্রাণোচ্ছ্বল মেয়ে নৃশংস ধর্ষণ-কাণ্ডর ঘটনাকে কেন্দ্র করে ছবির গল্প। এই ছবিতে ডেবিউ করছেন টেলি অভিনেত্রী হিয়া দে। টেলিভিশনের পর্দায় ‘পটলকুমার গানওয়ালা’, ‘আলো ছায়া’, ‘ফেলনা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ১৩ বছরের এক নাবালিকার গণধর্ষণের ঘটনার পরই কোমায় চলে যায়। প্রায় ৬ মাস কোমায় থাকার পর সে জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পেয়ে সে জানতে পারে, গণধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। কিন্তু সন্তান জন্ম দেওয়ার মানসিক এবং শারীরির পরিস্থিতিতে ছিল না সে।
গল্পের ধর্ষিতা চরিত্র পিয়ালী নিজে এবং তাঁর পরিবারের সঙ্গে সিদ্ধান্ত নেয় ৬ মাসের গর্ভাবস্থায় গর্ভপাতের জন্য আদালতে আবেদন করবেন। এরপরই আদালতে শুরু হয় আইনি লড়াই। বিচারক আইন, আবেগ এবং মানবতার মধ্যে কোনটা বেছে নেবেন? শেষ পর্যন্ত কী হবে পিয়ালীর? তা ঘিরেই এগিয়েছে ছবির গল্প।
ছবির প্রযোজনায় রয়েছে প্রত্যুষ এন্টারটেইনমেন্ট এবং এএমআরআইকে এন্টারটেইনমেন্ট স্পেস। ছবি পরিচালনায় অংশুমান প্রত্যুষ। তিনি নিজেই ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবি।