উদ্যোক্তা ও গায়ক নির্বাণ বিড়লার সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠ হয়ে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী আমিশা প্যাটেল। যে ছবিটি কিনা দুবাইতে তোলা হয়েছিল। আর তারপর থেকে আমিশার সঙ্গে নির্বাণ বিড়লার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ক্রমে বাড়ছিল আমিশা-নির্বাণের সম্পর্ক নিয়ে চর্চা। অবশেষে মুখ খুললেন নির্বাণ বিড়লা।
ঠিক কী বলেছেন এই শিল্পপতি তথা গায়ক?
নির্বাণ বিড়লা বলেন, ‘আমিশা ও আমি ডেটিং করছি না। উনি আমাদের পারিবারিক বন্ধু। আমার বাবাকে উনি স্কুল জীবন থেকেই চেনেন। আমিশা আমার মিউজিক অ্যালবামের জন্য শুটিং করছিলেন। সেসময় আমরা দুজনেই দুবাইতে ছিলাম, তখনই ছবিটা তোলা হয়।’
প্রসঙ্গত, গত বছর( ২০২৪) নভেম্বরে ছবিটি পোস্ট করেছিলেন আমিশা প্যাটেল। যে ছবিতে তাঁকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছিল নির্বাণ বিড়লাকে। ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশানে লেখেন, ‘দুবাই-সুন্দর একটা সন্ধ্যা, আমার প্রিয় নির্বাণ বিড়লার সঙ্গে…।’ আর আমিশার এই পোস্টের পরই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বর্তমান আমিশা প্যাটেলের বয়স ৪৯ বছর। আর নির্বাণ বিড়লার বয়স মাত্র ৩০। অর্থাৎ তাঁদের বয়সের পার্থক্য প্রায় ১৯ বছরের। প্রসঙ্গত নির্বাণ বিড়লা ওপেন মাইন্ডস এডুকেশন প্রাইভেট লিমিটেড ও বিড়লা ব্রেনিয়াক্স প্রাইভেট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর। স্কুলের পড়াশোনা শেষ করে মুম্বই থেকে স্নাতক হন নির্বাণ। এরপর লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টার থেকে ম্যানেজমেন্ট কোর্স করেন। গ্র্যাজুয়েশন করতে করতেই পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি।
অন্যদিকে আমিশা প্য়াটেল 'কহোনা প্যায়ার হ্য়ায়' দিয়ে কেরিয়ার শুরু করেন। এছাড়াও ‘গদর: এক প্রেম কথা’, ‘ভুল ভুলাইয়া’ এবং ‘থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক’-এর মতো আইকনিক ছবিতে অভিনয় করেন। সম্প্রতি গদর-২ তে অভিনয় করে ফের চর্চায় উঠে এসেছেন। গত বছর আমিশা গদর ২-তে সাকিনার ভূমিকায় ফের একবার অভিনয় করেন আমিশা, যা সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবিগুলির মধ্যে একটি হয়ে ওঠে।