একেন বাবুর সঙ্গে সকলের পরিচয় করিয়েছিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। এবার একেবারে অন্য ধাঁচের সিরিজ নিয়ে আসতে চলেছেন তিনি। এই সিরিজে ভুতুড়ে গল্পের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে বন্ধুত্বের গল্প। আগামী ১৭ অক্টোবর হইচই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ‘নিশির ডাক’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিরিজের টিজার।
টিজার প্রসঙ্গে
একটা সময় ছিল যখন সঙ্গীতের মাধ্যমে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে পারতেন তানসেন। সঙ্গীতের মাধ্যমে বহুবার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বহু দেশ, বহু জাতি, বহু ভিন্ন ধর্মের মানুষ। সঙ্গীতের এই অসামান্য ক্ষমতার জন্যই মনে করা হয়, প্রত্যেক সঙ্গীতজ্ঞ স্বয়ং মা সরস্বতীর আশীর্বাদ ধন্য।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
কিন্তু এই গল্পে বৃষ্টি নয় বরং সঙ্গীত ডেকে নিয়ে আসে সাক্ষাৎ মৃত্যু। এই গল্পে এমন একটি গ্রামের উল্লেখ রয়েছে যে গ্রামে সুর ধরলেই চলে আসে মৃত্যু। কোন অভিশাপে অভিশপ্ত গোটা গ্রাম?
এই গল্প শুধু ভুতুড়ে গল্প নয়, এই গল্প দুই প্রজন্মের গল্প। এই গল্প বন্ধুত্বের গল্প, যারা হঠাৎ করেই চলে আসে এক পোড়ো বাড়িতে। সেই বাড়িতে তাদের সঙ্গে কোন কোন অলৌকিক ঘটনা ঘটবে? তারা একে অপরকে কীভাবে বাঁচাবে? কোন অভিশাপে মৈনাককে গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায়? এমন অনেক প্রশ্নের উত্তর দেবে ‘নিশির ডাক’।
‘নিশির ডাক’ ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সৃজা দত্ত, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। অভিনয় করবেন অরুনাভ দে, শ্বেতা মিশ্র, রিক চট্টোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল, রাজদীপ গুপ্ত, মৈনাক বন্দ্যোপাধ্যায়, মুকুল কুমার জানা, সত্যম ভট্টাচার্য সহ আরও অনেকে
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
প্রসঙ্গত, দুর্গাপুজো উপলক্ষে একাধিক নতুন সিরিজ নিয়ে হাজির হইচই। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘ইন্দু ৩’, যার জন্য বহুদিনের অপেক্ষায় ছিলেন মানুষ। প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে এই সিরিজ। মুক্তি পাওয়ার কথা ফেলুদা সিরিজ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘অনুসন্ধান’।