তিনি সুরিন্দর ফিল্মসের কর্ণধার, নাম নিসপাল সিং রানে। তবে কাজের জগতের বাইরে ব্যক্তিগত জীবনে তাঁর আরও একটা পরিচিতি রয়েছে। তিনি অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী, রঞ্জিৎ মল্লিকের জামাই। আজ ১ অগস্ট ছিল নিসপাল সিং রানের জন্মদিন। সুরিন্দর ফিল্মসের কর্ণধারের জন্মদিন, আর তাই সেলিব্রেশন হবে না তাও কি হয়! হলও তাই।
১ অগস্ট, বৃহস্পতিবার সুরিন্দর ফিল্মসের অফিসেই কেক কেটে জন্মদিন পালন করলেন নিসপাল সিং। কিন্তু একী! কোয়েল নয় এ কোন মহিলাকে পাশে নিয়ে কেক কাটলেন নিসপাল! কেক কেটে ভালোবেসে নিসপালকে কেকও খাইয়ে দিলেন সেই অভিনেত্রী। আর নিসপালের পাশে শুধু তাঁকেই দেখা গেল। আরও অনেকে সেখানে ছিলেন ঠিকই, তবে দূরে, বিপরীত প্রান্তে। এবার হয়ত অনেকের মনেই প্রশ্ন জাগবে তবে কি কোয়েলকে ছেড়ে নিসপালও অন্য অভিনেত্রী দিকে ঝুঁকছেন?
কিন্তু কে ছিলেন নিসপালের সঙ্গে? ইনি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এবার নিশ্চয় ভ্রু কুঁচকে ভাবছেন ঐন্দ্রিলা সেনের সঙ্গে নিসপাল সিং রানে কী করছেন? ঐন্দ্রিলা তো অঙ্কুশের বান্ধবী।
আজ্ঞে নাহ, যেমন ভাবছেন তেমনটা নয়। হ্যাঁ, ঐন্দ্রিলা, অঙ্কুশেরই বান্ধবী। নিসপালের জন্মদিনের সেলিব্রেশনে ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশও গিয়েছিলেন। তবে ছিলেন বিপরীত প্রান্তে। কেক কেটে নিসপাল সিং রানে অঙ্কুশকেও খাইয়ে দেন। ভিডিয়োটি ভালো করে দেখলেই সেটা বুঝতে পারবেন। আর ভিডিয়োটি পোস্ট করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা নিজেই। ক্যাপশানে লিখেছেন, ‘একটা দিন ভালো কেটেছে.. শুভ জন্মদিন নিসপালসিং’।
আরো পড়ুন-স্ত্রী দেবযানীর সঙ্গে ডিভোর্সের পথে! কোন সুন্দরীর সঙ্গে ছবি দিলেন ঋষি কৌশিক?