সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠান। সেখানে অন্যান্য একাধিক অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট টিমের একাধিক সদস্যরা। আর সেখানেই এই টিমকে নিয়ে গর্ব প্রকাশ করলেন আম্বানি পরিবার। বিশেষ করে তিন খেলোয়াড়কে নিয়ে কথা বললেন নীতা আম্বানি।
আরও পড়ুন: ১০ দিন হওয়ার আগেই ৪৫০ কোটির দোরগোড়ায় কল্কি ২৮৯৮ এডি! প্রভাসের ছবি নবম দিনে কত আয় করল?
ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে কী বললেন আম্বানি পরিবার?
এদিন রোহিত শর্মাকে মঞ্চে ডেকে কেঁদে ফেলেন নীতা আম্বানি। সস্নেহে জড়িয়ে ধরেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে। এরপরই ডাকেন সেই সূর্যকুমার যাদবকে যাঁর একটি ক্যাচ গোটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাদ যায়নি হার্দিক পান্ডিয়ার কথাও যিনি শেষ ওভারে ওই চাপের মধ্যে বল করে দেশকে জেতাতে সাহায্য করেন।
এরপর মঞ্চে উঠে মুকেশ আম্বানি বলেন 'এখানে আজ মাহিও আছে। মনে হচ্ছে আমরা যেন ২০১১ তেই ফিরে গেছি। গোটা দলকেই ধন্যবাদ কাপ আবার দেশে ফিরিয়ে আনার জন্য।'
এরপর সেখানে উপস্থিত সকলে লেহরা দো গানে নাচ করেন। বাদ যান না নীতা এবং মুকেশ আম্বানিও। আকাশ আম্বানিকে এদিন মঞ্চে দাঁড়িয়ে পতাকা ওড়াতে দেখা যায়। প্রসঙ্গত রোহিত, হার্দিক এবং সূর্যকুমার তিনজনেই মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য। তাই এই তিনজনকে নিয়ে আরও গর্বিত বলেই আম্বানি পরিবার জানান কারণ তাঁরা মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ
এদিন প্রথমে ব্যাট করে ভারত। তাঁরা ২০ ওভারে ১৭৭ রান তোলে। একটা সময় সেই রান চেজ করতে নেমে মনে হচ্ছিল যেন দক্ষিণ আফ্রিকা জিতে যাবে। কিন্তু সূর্য কুমার যাদবের একটা ক্যাচ হঠাতই যেন খেলার মোড় ঘুরিয়ে দেয়। অবশেষে ৭ রানে জয়ী হয় ভারত।