শুক্রবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে সাতপাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ চোপড়া এবং নীলম উপাধ্যায়। ভাইয়ের বিয়ের জন্য কয়েকদিন আগেই মেয়েকে নিয়ে ভারতে ফিরে এসেছিলেন প্রিয়াঙ্কা। বিয়ের একদিন আগে এসেছেন নিকও।
৭ ফেব্রুয়ারি রাজকীয় বিবাহ বাসরে উপস্থিত হয়েছিলেন দেশ এবং বিদেশের একাধিক নামিদামি তারকারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকতে দেখা যায় আম্বানি পরিবারে দুই সদস্য নীতা এবং শ্লোকা আম্বানিকে।
আরও পড়ুন: ভালোবাসার মরশুমের বিষহরির মোকাবিলা করতে আসছেন শোলাঙ্কি, কী ঘটবে এবার?
আরও পড়ুন: WAVES সামিটের আগে অমিতাভ-আম্বানিদের সঙ্গে মোলাকাত মোদীর! শাহরুখদের থেকে কী কী টিপস নিলেন?
বিবাহ বাসরে নীতা আম্বানি পরেছিলেন একটি লাল রঙের ভারী ডিজাইনের সিল্কের শাড়ি। শাড়িতে সোনার ব্রোকেট এমব্রয়ডারি ছিল। ম্যাচিং হাফ হাতা সিল্কের ব্লাউজের সঙ্গে খুব সুন্দরভাবে শাড়িটি ক্যারি করেছেন আম্বানি ঘরণী।
শাড়ির সঙ্গে মানানসই হীরের দুল, নেকলেস এবং আংটি পরতে দেখা যায় নীতা আম্বানিকে। কপালে ছোট্ট টিপ, চুল খোঁপা করে বেঁধে ও মানানসই মেকআপে মুকেশ ঘরণীকে দেখতে লাগছিল অসাধারণ।
শাশুড়ির পাশাপাশি বৌমা খুব সুন্দর একটি গোলাপি রঙের সিল্কের শাড়ি পরেছিলেন। শাড়ির বর্ডারে সোনার কাজ করা ছিল। শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ, ডায়মন্ড ব্রেসলেট, সোনার নেকলেস, দুল এবং আংটি পরেছিলেন আম্বানি পরিবারের বড় বৌমা।
প্রসঙ্গত, প্রথম প্রথম বিয়েতে নিককে দেখতে না পাওয়ায় কিছুটা আশাভঙ্গ হয়েছিল ভক্তদের। তবে বিয়ের ঠিক একদিন আগে মুম্বইয়ে এসে শ্যালকের বিয়েতে উপস্থিত হতে দেখা যায় নিককে। শুধু তাই নয়, কখনও স্টেজে উঠে নাচ করে কখনও আবার গান গেয়ে গোটা বিয়ে বাড়ি মাতিয়ে রাখতে দেখা যায় প্রিয়াঙ্কার স্বামীকে।
আরও পড়ুন: 'ইন্ড্রাস্টি আমাকে খরচার খাতায় ফেলে দিয়েছিল, সেই সময়…', মায়ানগরের প্রিমিয়ারে অকপট শ্রীলেখা
আরও পড়ুন: বিনোদিনীতে শ্রেয়ার সঙ্গে কাজ করেই রাম কমল কেন লিখলেন, 'জীবন সুন্দর সমাপতনে পরিপূর্ণ...'
ভাইয়ের বিয়েতে মন খুলে আনন্দ করতে দেখা যায় প্রিয়াঙ্কাকেও। বহুদিন পর মুম্বই ফিরে এসে পরিবারের সকলের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি। ভাইয়ের বিয়েতে কখনও নাচ করছেন, কখনও আবার স্বামীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। পরিণীতির বিয়েতে না আসতে পারলেও ভাইয়ের বিয়েতে এসে মন খুলে আনন্দ করলেন পিগি চপস।