৩১মে আম্বানি পরিবারে ছিল সাজো সাজো রব। আম্বানিদের নাতনির জন্মদিন বলে কথা! সেলিব্রেশন হবে না তাও কি হয়! শুক্রবার বিলাসবহুল ক্রুজে সেলিব্রেট হল আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার মেয়ে 'বেবি' বেদার প্রথম জন্মদিন।
কিন্তু কোথায় হল ছোট্ট বেদা-র জন্মদিনের উদযাপন?
ঠিক যেখানে আম্বানিদের ছোট ছেলে অনন্ত এবং হবু বউমা রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই একই বিলাসবহুল জাহাজেই হল বেদার জন্মদিন পালন। যে জাহাজটি এখন প্রি-ওয়েডিং সেলিব্রেশনের জন্য এখন ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। জানা যাচ্ছে, ইতালি, ফ্রান্স রোম, কান ও পোর্টোফিনোর মতো শহরে ৪দিন ধরে ঘুরে বেড়াচ্ছে এই বিলাসবহুল প্রমোদতরী।
প্রসঙ্গত, ৪দিন ব্যাপী চলছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশন। যা শুরু হয়েছে গত ২৯ মে থেকে। ৩১ মে সেই সেলিব্রেশনের মধ্যেই 'ওয়ান আন্ডার দ্য সান' নামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হল বেদা আম্বানির জন্মদিন পালন। যা চলে সকাল ১০টা থেকে দুপুর ২'টো পর্যন্ত। শুক্রবার এই উদযাপনের জন্য ছিল বিশেষ ড্রেস কোড। যেটির বিষয় হল ‘মজাদার’।
প্রসঙ্গত, মুকেশ আম্বানি ও নীতা আম্বানির বড় ছেলে এবং বড় বউমা হলেন আকাশ আম্বানি ও শ্লোকা মেহতা। আকাশ ও শ্লোকার দ্বিতীয় সন্তান হলেন বেদা। ২০২০-র ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান পৃথ্বীর জন্ম হয়েছিল। এরপর দ্বিতীয় সন্তান মেয়ে বেদার জন্ম হয় ২০২৩-এর মে মাসে। মুকেশ ও নীতা আম্বানির চার নাতি-নাতনি রয়েছে। পৃথ্বী, বেদা, কৃষ্ণা এবং আদিয়া। কৃষ্ণা ও আদিয়া হলেন ইশা আম্বানি এবং আনন্দ পিরামলের যমজ সন্তান।
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে কবে?
জানা যাচ্ছে আগামী ১২ জুলাই মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত তিনদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। মূল বিয়ের অনুষ্ঠান ছাড়াও অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে শুভ আশীর্বাদ বা ঐশ্বরিক আশীর্বাদের দিন। তৃতীয় দিনে মুকেশ আম্বানি এবং পরিবার তরুণ দম্পতির জন্য একটা রিসেপশন পার্টিরও আয়োজন করা হয়েছে।