সদ্যই শেষ হয়েছে অনন্ত রাধিকার জাঁকজমকপূর্ণ বিয়ে। সেখানে কে অংশ নেননি। দেশ থেকে শুরু করে বিদেশের অভিনেতা থেকে শিল্পী, গায়ক, শিল্পপতি, রাজনীতিবিদ, প্রমুখ এসেছিলেন। ব্যাড যাননি দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াও। আর এদিন তাঁর এবং বরের মা অর্থাৎ নীতা আম্বানির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তাঁদের দুজনকে চিকনি চামেলি গানটিতে নাচ করতে দেখা যাচ্ছে।
প্রিয়াঙ্কা এবং নীতার ভাইরাল ভিডিয়ো
প্রিয়াঙ্কা চোপড়া তাঁর বেটার হাফ নিক জোনাসের সঙ্গে এই দেশে উড়ে এসেছিলেন কেবল অনন্ত রাধিকার বিয়েতে অংশ নেবেন বলে। বিয়ের দিন দেশি গার্লকে একটি হলুদ লেহেঙ্গায় দেখা যায়। তিনি অংশ নিয়েছিলেন অনন্তের বরযাত্রীতেও। সেখানেই তাঁকে এবং নীতা আম্বানিকে একসঙ্গে নাচতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে এসে 'গো - মাতা'র সেবা শ্রেয়ার! আদর করে নিজের হাতে খাইয়ে দিলেন ২ বাছুরকে
অগ্নিপথ ছবি থেকে চিকনি চামেলি গানে নাচ করেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নীতা আম্বানি। তাঁদের সঙ্গ দেন রণবীর সিং। এই তিনের নাচের এই ভিডিয়ো বর্তমানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন নেট নাগরিকরা।
তাঁদের সঙ্গে অবশ্য এই ভিডিয়োতে ছেলেকে কোলে নিয়ে ইশা আম্বানি, আকাশ আম্বানিকেও নাচতে দেখা যাচ্ছে। কিন্তু সব লাইমলাইট কেড়ে নিয়েছেন প্রিয়াঙ্কা এবং নীতাই।
কে কী বলছেন?
এক ব্যক্তি এই ভাইরাল ভিডিয়ো দেখে লেখেন, 'ভুলেই গেছিলাম এটা ক্যাটরিনা কাইফের গান, প্রিয়াঙ্কার নয়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'কেউ বলবে ওঁর ছেলের বিয়ে! কী দারুণ নাচছেন।'
আরও পড়ুন: 'কাউকে দোষ দিচ্ছি না', শোভনের সঙ্গে বিয়ে সারা, সোহিনীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে হঠাৎ কী বললেন রণজয়?
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই বিয়ে করলেন। গত শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলল বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হয় ১৪ জুলাই।