নবরাত্রি শেষ, আজ, ১৩ অক্টোবর গোটা দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা। আর এদিন নাতি পৃথ্বী আম্বানির স্কুলে পৌঁছে গিয়েছিলেন নীতা আম্বানি। এদিন মুম্বইয়ের বান্দ্রায় নীতা মুকেশ আম্বানির জুনিয়র স্কুলে (এনএমএজেএস) গরবা, ডান্ডিয়া এবং সংগীতের মাধ্যমে নবরাত্রি উদযাপন করা হয়। এই অভিজাত স্কুলের চেয়ারপার্সন নীতা আম্বানিকেও এদিন শিশুদের সঙ্গে মিলে আনন্দ উপভোগ করতে দেখা যায়।
স্কুলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে সেই ছবি। সেখানে নীতা আম্বানিকে স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রীদের সঙ্গে নাচতে এবং ডান্ডিয়া খেলতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন নীতার মেয়ে ঈশা আম্বানিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোটছোট শিশুদের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় নীতাকে।
এই স্কুলটি গরবা এবং ডান্ডিয়ার মতো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন যেন রঙিন হয়ে উঠেছিল। কারণ এদিন শিক্ষক-শিক্ষিকাদেরও ছোট ছোট শিশুদেরও সঙ্গে নাচতে দেখা যায়।সেই ছবিগুলি পোস্ট করে স্কুলে ক্যাপশনে লেখা হয়েছে, 'সবার মুখের খুশি প্রকৃত অর্থেই যেন জাদু করেছিল।
অনুষ্ঠানের ছবিগুলো দেখুন…
শিশুদের 'পেপ্পা পিগ' পড়ে শোনালেন নীতা আম্বানি কয়েক
গত সপ্তাহেই নীতা আম্বানিকে তাঁর নাতি পৃথ্বী এবং জাহাঙ্গির 'জেহ' আলী খান অর্থাৎ কারিনা কাপুর ও সাইফ আলি খানের ছেলে সহ শ্রেণিকক্ষের অন্যান্য শিশুদের সঙ্গে বলতে দেখা যায়। ওইদিন নীতা আম্বানি ছোট বাচ্চাদের বই পড়ে শোনাচ্ছিলেন। একটা ছবিতে দেখা যায় নীতা আম্বানি শিশুদের চেয়ারে বসে মেঝেতে বসে হাসিমুখে শিশুদের উদ্দেশে 'পেপ্পা পিগ' বই পড়ে শোনাচ্ছেন। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বৃহস্পতিবার, ৩ অক্টোবর, #NMAJS আর্লি ইয়ার্স ক্যাম্পাসে এটা একটা বিশেষ দিন ছিল কারণ আমাদের চেয়ারপার্সন মিসেস নীতা আম্বানির এদিন আকস্মিক পরিদর্শনে আসেন’।
শিশুদের পরিবেষ্টিত হয়ে বসে নীতা আম্বানি তাদের খেলনাও উপহার দেন। তাঁদের সঙ্গে তিনি শিল্প ও কারুশিল্প প্রকল্পগুলিতে যোগ দিয়েছিলেন। তিনি বাচ্চাদের সঙ্গে মধ্যাহ্নভোজের টেবিলেও বসেও খাবার খান।
প্রসঙ্গত নীতা মুকেশ আম্বানি জুনিয়র স্কুলটি ৩ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। ইনস্টিটিউটটি প্রাথমিক ও মধ্য বিদ্যালয়ের শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে। অর্থাৎ এখানে ক্লাস ওয়ান থেকে সেভেন পর্যন্ত রয়েছে। এই স্কুলটি ৩০,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত, প্রাক-স্কুলে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিতে শিক্ষা-ব্যবস্থা চালু রয়েছে।