আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আগামী ১২ জুলাই তাঁদের বিয়ে। তার আগে অ্যান্টিলিয়ায় জমে উঠেছে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানে এদিন একটি পুজোর আয়োজন করেছিল আম্বানিরা। তারপর পাপারাৎজিদের সঙ্গে এসে দেখা করলেন নীতা আম্বানি।
আরও পড়ুন: 'সোজাসুজি বিচার করতে বসে যাই...', হার্দিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতবহ পোস্ট নাতাশার
কী জানালেন নীতা আম্বানি?
নীতা আম্বানি এদিন পুজোর পর এসে পাপারাৎজিদের সঙ্গে দেখা করেন। হাত জোড় করে তাঁদের প্রণাম করেন। বৃষ্টিতে অসুবিধা হচ্ছে কিনা সেটাও জানতে চান। এদিন তাঁর পরনে ছিল হলুদ ব্লাউজ এবং নীল লেহেঙ্গা। সঙ্গে মানানসই গয়না পরেছিলেন মুকেশ আম্বানির স্ত্রী।
তিনি এদিন পাপারাৎজিদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান অ্যান্টিলিয়ায় পুজোর আয়োজন করা হয়েছে সেটার প্রসাদ তিনি পাঠিয়ে দিচ্ছেন, সেটা যেন সকলে নিয়ে যায়।
অনন্ত এবং রাধিকার বিয়ে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট আগামী ১২ জুলাই বিয়ে করবেন। আগামী শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসবে তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
ইতিমধ্যেই তাঁদের দুটো প্রিওয়েডিং আয়োজিত হয়েছে। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে এক সপ্তাহ ধরে। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সমস্ত অনুষ্ঠানের ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। বিয়ের আগে সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো সবই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এবার পালা খালি বিয়ের।
রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক গায়ক যেমন অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে পারফর্ম করবেন অনন্ত রাধিকার বিয়েতে। এছাড়া বেশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও থাকবেন। জানা গিয়েছে শ্রেয়া ঘোষাল প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করবেন। এছাড়া থাকবেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ।