মধ্যবিত্ত পরিবারের মেয়ে থেকে উঠে এসেছেন বিশ্বের সর্বোচ্চ ধনীর তালিকায়। তিনি নীতা আম্বানি। বিলিয়নিয়ার মুকেশ আম্বানির স্ত্রী তিনি। বিশ্বের সর্বোচ্চ ধনীদের মধ্যে একজন হওয়া সত্ত্বেও বরাবরই নিজের নমনীয়, মিষ্টি স্বভাব ও ব্যবহারের জন্য চর্চিত নীতা। গত মঙ্গলবার ১৯ ডিসেম্বর, ২০২৪ ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের (DIS) বার্ষিক দিবসের অনুষ্ঠানে আরও একবার পাপারাৎজির সঙ্গে নীতার ব্যবহার চর্চায় উঠে এল।
ঠিক কী করেছেন নীতা?
পাপারাৎজির অ্যাকাউন্টে উঠে আসা ভিডিয়োতে দেখা যায়, পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে হাজির হন DIS-এর চেয়ারপার্সন নীতা আম্বানি। ছবি তোলার পর চিত্র সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, 'খানা ভেজু কেয়া? (খাবর পাঠাব কি?' উত্তরে পাপারাৎজিরা তৎক্ষণাৎ উৎসাহের সঙ্গে হ্য়াঁ বলেন। উত্তর শুনে হেসে ফেলেন নীতা। বলেন, ‘আচ্ছা ভেজতি হু। (আচ্ছা পাঠাচ্ছি)’ ফের তিনি বলেন, ‘খানা খাকে যানা, আভি যো বাচ্চে লোগকা খানা হ্যায়, ওয়হি ভেজতি হু। (খাবার খেয়ে যাবেন, আপাতত বাচ্চাদের জন্য যে খাবার আনা হয়েছিল, সেই খাবরই পাঠাচ্ছি।’ নীতা আম্বানির এমন নমনীয় ব্যবহার নেটপাড়ার মন কেড়েছে।
এর আগে স্কুলের অনুষ্ঠানে নীতা আম্বানি বক্তৃতা সকলের মন ছুঁয়ে গিয়েছে। বার্ষিক অনুষ্ঠানের আগে মঞ্চে উঠে নীতা তাঁর স্বামী মুকেশ আম্বানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, উনি স্কুল প্রতিষ্ঠার পর থেকে কখনও স্কুলের বার্ষিক দিবসটি মিস করেননি। তারউপর উনি প্রায়ই স্কুলের সমস্ত কর্মীদের খেয়াল রাখেন, যাঁদেরকে তিনি আমাদের স্কুলের স্তম্ভ বলে মনে করেন। নিজের বক্তৃতায় নীতা হাউসকিপিং স্টাফ, বাস অ্যাটেনডেন্ট, সিকিউরিটি স্টাফ, মেডিক্যাল টিম, ক্যান্টিনের কর্মী এবং শিক্ষক সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আমাদের স্কুলের স্তম্ভ যাঁরা তাঁদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমাদের প্রধান শিক্ষক, কর্মী এবং আমাদের সমস্ত বাস ডিডি, লিফট ভাইয়া, হাউসকিপিং দিদি ও ভাইয়া, ক্যান্টিন কর্মী, নার্স এবং সুরক্ষা কর্নী সকলে প্রতিদিন, সবসময় হাসিমুখে স্কুলের সমস্ত বাচ্চাদের খেয়ার রাখে এবং যত্ন নেয়।’
প্রসঙ্গত শাহরুখ খান, কারিনা কাপুর, শাহিদ কাপুর, করণ জোহর এবং ঐশ্বরিয়া রাই-এর মতো সেলিব্রিটিদের ছেলেমেয়েরা এই আম্বানিদের স্কুলেই পড়াশোনা করে। তাঁরাও স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।