রবিবার আইপিএল ২০২৫-এর মেগা নিলাম, আর সেখানেই 'রং মিলান্তি' পোশাকে হাজির হয়েছিলেন কাব্য মারান ও নীতা আম্বানি। সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য পরেছিলেন নেভি ব্লু স্যুট, আর মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানিও একই রকম নীল পোশাক পরেছিলেন। অন্যদিকে অভিনেত্রী এবং পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্টাও ট্রাডিশনাল ওড়নার সঙ্গে সুন্দর এরটা সাদা স্যুট পরেছিলেন।
আইপিএল-এর নিলামে টুইটারে কাব্য মারানের ছবি উঠে আসতেই নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। 'নিলামের থেকেও বেশি কাব্য মারানকে দেখার জন্য আমি উৎসাহী।' আরেকজন লেখেন, , ‘হায়ে আজ কা দিল না টুটে বস, কাব্য মারান #IPLAuction জন্য প্রস্তুত হয়েই এসেছেন।’ আরও নানান মন্তব্য উঠে এসেছে।
অন্যদিকে নীতা আম্বানিকেও তাঁর ছেলে আকাশ আম্বানির পাশে নিয়ে প্রার্থনা করতে দেখা যায়।
আরও পড়ুন-শ্যাওলা ধরা সম্পর্কের গল্প বলবে '৫ নম্বর স্বপ্নময় লেন', এই বাড়ির বাসিন্দারা ঠিক কেমন?
আরও পড়ুন-খাটের উপর ক্রগাগত ঢিসুম ঢিসুম ইউভানের, শ্যুটিং সেটে ছেলের কাণ্ডকারখানা সামনে আনলেন শুভশ্রী
অন্যদিকে সোশ্য়াল মিডিয়ায় প্রীতি জিন্টাকেও তাঁর পোশাকের জন্য অনেকে ভালবাসা দেখিয়েছেন। এবার IPL এর নিলাম হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। এই নিলামে অংশ নিতে নীতা আম্বানি, প্রীতি জিন্টা ও কাব্যা মারান সকলকেই জেদ্দায় পৌঁছে যেতে দেখা যায়।
আইপিএল নিলাম
পুল থেকে মোট ৫৭৪ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। আগামী ২৪-২৫ নভেম্বর জেদ্দায় এই খেলোয়াড়দের নিলাম করা হচ্ছে। এই তালিকায় ২০৮ জন বিদেশী খেলোয়াড়, ১২ জন আনক্যাপড বিদেশী প্রতিভা এবং ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন। এই নিলামে সর্বোচ্চ রিজার্ভ মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা, যেখানে ৮১ জন খেলোয়াড় বেছে নেওয়া হবে। সবচেয়ে বড় সেগমেন্টে ৩০ লক্ষ টাকার বেস প্রাইস রয়েছে এমন ৩২০ খেলোয়াড়দের নিয়ে এই নিলাম হচ্ছে।