বিয়ের পর বাবার বাড়ি ছেড়ে স্বামীর ঘরে যায় মেয়েরা। এতো ভারতীয় বিয়ের অনুষ্ঠানের বহুদিনের ঐতিহ্য। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের ক্ষেত্রেও চিরাচরিত প্রথা মেনে তেমনটাই ঘটল। কনকাঞ্জলি প্রথা মেনে পিছন থেকে মায়ের আঁচলে চাল ছুঁড়ে দিলেন রাধিকা। আর প্রথা মেনে মুখে বলা, 'ঋণ শোধ করলাম।' আর এরপর কাঁদতে কাঁদতে স্বামী অনন্তরের হাত ধরে এগিয়ে চললেন রাধিকা।
চোখ থেকে গড়ি পড়ছে জল। কাঁদতে কাঁদতে স্বামী অনন্তের হাত ধরে এগিয়ে চললেন রাধিকা মার্চেন্ট আম্বানি। আবেগ ধরে রাখতে পারলেন না আম্বানিদের ছোট বউমা। তবে শুধু রাধিকাই নন, কন্যাসম বউমার চোখে জল দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না মুকেশ আম্বানি। তাই কেঁদে ফেললেন শ্বশুরমশাইও।
এদিকে বিদায় অনুষ্ঠানের সময় মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল রাধিকাকে। তিনি পরেছিলেন সিন্ধুরে লাল রঙের লেহেঙ্গা। যার উপর ছিল সোনার সুক্ষূ কারুকাজ। যে পোশাক তাঁকে আরও বেশি করে রাজকীয় লুক দিয়েছিল। পোশাকের সঙ্গে মিলিয়ে রাধিকা পরেছিলেন সাদা গজরা সঙ্গে চুলে বেঁধেছিলেন লম্বা বেণী। অন্যদিকে অনন্ত আম্বানি পরেছিলেন লাল গর্জাস শেরওয়ানি।
এদিকে একদিকে যখন বিদায় অনুষ্ঠান শেষ, অপরদিকে তখন নববধূকে অভ্যর্থনা জানানোর পালা। আম্বানি পরিবারের ছোট বউকে স্বাগত জানালেন বড় জা শ্লোকা মেহতা এবং ননদ ইশা আম্বানি সহ অন্যান্যরা। রাধিকাকে স্বাগত জানানোর সময় পরিবারের সকলের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল তাঁদের। সব মিলিয়ে জমিয়ে হল সেলিব্রেশন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই মুহূর্ত…
এদিনে বিয়ে শুভ আশীর্বাদ অনুষ্ঠান শেষে আজ, ১৪ জুলাই রয়েছে অনন্ত-রাধিকার রিসেপশন পার্টি। সেখানে উপস্থিত থাকবেন গোটা দেশের নামী-দামী ব্যক্তিত্ব।
এদিকে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে রিসেপশনে বাংলা থেকে আমন্ত্রিত বহু তারকা। এই তালিকায় রয়েছেন রিয়া সেন, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, যশ-নুসরত জুটি সহ আরও অনেকে। এবার এদেঁর মধ্যে কে কেমন সাজে সেখানে উপস্থিত হন, সেটাই দেখার।