অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের মামেরু অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুলেছে। বুধবার (৩ জুলাই) অনন্ত আম্বানির মুম্বাইয়ের বাড়ি অ্যান্টিলিয়ায় অনুষ্ঠানটি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ক্লিপে, বরের মা নীতা আম্বানিকে তাঁর মা পূর্ণিমা দালালের সঙ্গে মিলে কিছু আচার পালন করতে দেখা যায়। তাঁরা দুজন ছাড়াও দেখা মিলেছিল মুকেশ আম্বানি, তার মেয়ে ইশা আম্বানি এবং পুত্রবধূ শ্লোকা মেহতার।
নীতা আম্বানিকে তাঁর মায়ের কপালে তিলক লাগাতে এবং তাঁর আশীর্বাদ নিতে দেখা যায়। আদর করে খাওয়াচ্ছেন মিষ্টিও। তা ছাড়াও ভিডিয়োতে রয়েছেন মুকেশ আম্বানি, তার মেয়ে ইশা আম্বানি এবং পুত্রবধূ শ্লোকা মেহতা। দেখা যায় ইশা আর শ্লোকা, ছেলেমেয়েদের তুলে দিচ্ছেন দিদিমার কোলে। হাসিমুখে সামনে দাঁড়িয়ে নাত বউ রাধিকা। বাড়ির প্রত্যেকের চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট।
আরও পড়ুন: শুভ বিবাহ শুরুতেই হিট! রদবদল টিআরপি চার্টে,নিম ফুলের মধু কি পারল ফুলকিকে হারিয়ে টপার হতে?
মামেরু যা কোথাও কোথাও মোসালু নামেও পরিচিত। প্রকৃত বিয়ের কয়েকদিন আগে গুজরাটি সংস্কৃতিতে পালিত একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এটি। মোসালুতে, বরের মায়ের পরিবার, এই ক্ষেত্রে, নীতা আম্বানির পরিবারের সদস্যরা, তার মায়ের নেতৃত্বে এটি পালন করেন এদিন। নীতার মা পূর্ণিমা দালাল এবং তার বোন শ্রীমতি মমতা দালাল, উপহার এবং শুভেচ্ছা সহ দম্পতিকে আশীর্বাদ করতে তাঁদের বাসভবনে যান৷ বরের মামারা এবং পরিবার বর ও কনেকে উপহারে একটি ঐতিহ্যবাহী সেট উপহার দেয় যা ‘মামেরু’ নামে পরিচিত।
আরও পড়ুন: ‘আমি খুঁজি…’! এখন আরও সুন্দরী, কাঞ্চন-শ্রীময়ীর হানিমুনের মাঝে কি ইঙ্গিত পিঙ্কির
অনন্ত এবং রাধিকার মামেরু অনুষ্ঠানে জাহ্নবী কাপুর-সহ বলিউডের কয়েকজন তারকাও উপস্থিত ছিলেন। শ্রীদেবী-কন্যা তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলেন।
আরও পড়ুন: উফফফ কী লাগছে! মুখে খোঁচা-খোঁচা দাড়ি, কালো টি শার্ট, সলমনের নতুন ছবি সুপার হিট
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা, চলতি মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ তাদের বহু প্রতীক্ষিত, জমকালো বিয়ের অনুষ্ঠানটি ১৩ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মোট ৩দিন ধরে চলবে অনুষ্ঠান।
প্রথম অনুষ্ঠানটি হবে শুভ বিবাহ। পোষাক কোড ভারতীয় ঐতিহ্যগত। ১৩ জুলাই শুভ আশির্বাদের দিন এবং ১৪ জুলাই মঙ্গল উৎসব বা বিবাহের সংবর্ধনা।