বাংলা নিউজ > বায়োস্কোপ > Dance Deewane 4: ডান্স দিওয়ানে ৪ জিতে নীতিন-গৌরব বলছেন, ‘আমরা একে অন্যের ভাষাই বুঝি না’! জয়ীরা কত টাকার পুরস্কার পেলেন?

Dance Deewane 4: ডান্স দিওয়ানে ৪ জিতে নীতিন-গৌরব বলছেন, ‘আমরা একে অন্যের ভাষাই বুঝি না’! জয়ীরা কত টাকার পুরস্কার পেলেন?

ডান্স দিওয়ানে জয়ী নীতিন ও গৌরব

তার ডান্স দিওয়ানে ৪ যাত্রা সম্পর্কে কথা বলতে গিয়ে গৌরব এটাকে ‘আশ্চর্যজনক এবং আকর্ষণীয়’ বলে অভিহিত করেন কারণ নীতিন কিংবা গৌরব তাঁরা কেউই একে অপরের ভাষা বুঝতে পারেন না।

নাচের জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স দিওয়ানে ৪ জিতে নিলেন প্রতিযোগী নিতিন ও গৌরব। জয়ী নীতিন হলেন বেঙ্গালুরুর বাসিন্দা আর গৌরব দিল্লির। জয়ের পর ট্রফি হাতে পোজ দেন নীতিন ও গৌরব। 

ডান্স দিওয়ানে ৪ 

ইনস্টাগ্রামে কালার্স টিভির অফিসিয়াল পেজে বিজয়ী নীতিন ও গৌরবের একটা ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ডান্স দিওয়ানে কি ট্রফি হুই গৌরব শর্মা_ অউর নীতিন.এনজে__ কে নাম (ডান্স দিওয়ানে ট্রফি এখন গৌরব ও নিতিনের)। বিজয়ীদের অভিনন্দন’। প্রসঙ্গত এই নাচের রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে ছিলেন মাধুরী দীক্ষিত ও সুনীল শেঠি। ডান্স দিওয়ানে ৪ কালার্সে সম্প্রচারিত হয়।

তবে নগদ কত টাকার পুরস্কার জিতেছেন এই জুটি?

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ীরা নগদ পুরস্কার হিসেবে ২০ লক্ষ টাকা পুরস্কার ও ট্রফি জিতে নিয়েছেন। জয়ী প্রতিযোগীদের উদ্দেশ্য মাধুরী বলেন, 'ট্রফি জয়ের জন্য নিতিন ও গৌরবকে অভিনন্দন। ওঁরা মাস্টারপিস এবং আমি নিশ্চিত যে তাদের শৈল্পিকতা বিশ্বকে স্তম্ভিত করে দেবে।

মাধুরী আরও বলেন, 'ওঁদের এই যাত্রা আমার হৃদয়ের খুব কাছেরএকটা শিল্পকে উদযাপন করেছে। ওঁদের পারফর্মার হিসাবে বেড়ে উঠতে দেখে আনন্দ হচ্ছে। যেহেতু তাঁরা এই মরশুমের ট্রফি জিতেছে, আমি আত্মবিশ্বাসী যে ওঁরা নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

গৌরব

ডান্স দিওয়ানেনিয়ে ই-টাইমসকে গৌরব বলেন, ‘আমাদের ডান্স দিওয়ানের শোয়ের এই যাত্রাপথ একইসঙ্গে আশ্চর্যজনক এবং আকর্ষণীয় ছিল। কারণ আমরা একে অপরের ভাষা বুঝতে পারিনি। নীতিন হিন্দি বলতে পারে না এবং আমি কন্নড় বলতে পারি না। তবে আমরা গান ও নাচের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি।’

গৌরবের কথায়, 'আমরা কখনই ভাষার মাধ্যমে কথা বলতাম না। আমরা নাচের মাধ্যমে কথা বলতাম।  ধীরে ধীরে আমরা একে অপরকে বুঝতে শুরু করলাম। এতে আমাদের বন্ধন আরও দৃঢ় হয়। আমরা আমাদের পুরো যাত্রাপথ শেষ করতে পেরেছি। হিন্দি হোক বা কন্নড়, গান, নাচের ক্ষেত্রেও ছন্দ কিন্তু একই।

গ্র্যান্ড ফিনালে

ডান্স দিওয়ানেতে মাধুরী দীক্ষিত একাধিকবার গৌরব ও নিতিনের নাচ দেখে তাঁদের ১০১ টাকা পুরস্কৃত করেছেন। ডান্স রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফিনালেতে ‘সান্দিসে আতে হ্যায়-তে পারফর্ম করেন সুনীল শেঠি। ’খোয়া হ্যায়'-গানের সঙ্গে নাচলেন মাধুরী। কার্তিক আরিয়ান, যিনি বর্তমানে তাঁর আসন্ন ছবি চান্দু চ্যাম্পিয়নের প্রচার করছিলেন, তিনিও এবার এই উদযাপনে যোগ দিয়েছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.