ফিকশনে আপাতত ১ নম্বরে রয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। যদিও দুই আর তিন নম্বর পাকাপাকিভাবে ধরে রেখেছে জি বাংলার জগদ্ধাত্রী আর গৌরী এলো। নন ফিকশনেও কিন্তু এগিয়ে সেই জি বাংলাই। টিআরপি তালিকায় একেবারে উপরে রচনা গঙ্গোপাধ্যায়ের দিদি নম্বর ১। ধারেকাছে কেউ আসতেই পারছে না। ২০১০ সাল থেকে যাত্রা শুরু। তবে উৎসাহ কমার নাম নেয় না। চলতি সপ্তাহেও সানডে ধামাকা এপিসোডের টিআরপি ৬.৪।
মনে করা হয়েছিল, রচনার দিদি নম্বর ১-কে টেক্কা দিয়ে যাবে ইন্দ্রাণী হালদার-অপরাজিতা আঢ্যর ঘরে ঘরে জি বাংলা। মজার মজার খেলার সঙ্গে এখানেও রয়েছে দেদার গল্প-আড্ডা। থাকছেন তারকারাও। তবুও যেন টিআরপি বাড়ার নাম নিচ্ছে না। রান্নাঘরের জায়গায় শুরু হওয়া এই শো-র টিআরপিও সেই সবচেয়ে কম, মাত্র ১.২। আরও পড়ুন: টিআরপি-তে এগিয়ে নিম ফুলের মধু, সেরা অনুরাগের ছোঁয়া! পঞ্চমী-বাংলা মিডিয়াম, কে কার আগে?
সেদিক থেকে দেখতে গেলে দিদি রচনাকে কড়া টক্কর দিচ্ছে সারেগামাপা। সেই শুরু থেকেই। মাঝে তো টিআরপি-তে ছাড়িয়েই গিয়েছিল। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে গ্র্যান্ড ফিনালের শ্যুট। রিয়েলিটি শো-ও শেষ হল বলে। টানা সাত মাস চলার পর এবার ফলাফল সামনে আসার পালা। এই রিয়েলিটি শোতে শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য এবং রিচা চাড্ডা বিচারকের আসনে ছিলেন। সঙ্গে ইমন চক্রবর্তী, জোজো, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়রা মেন্টার হিসেবে। সঞ্চালনার দায়িত্ব সামলেছেন আবির চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে পদ্মপলাশ এবং অস্মিতা প্রথম হয়েছেন। এবং দ্বিতীয় স্থানে আছেন অ্যালবার্ট কাবো। যদিও সত্যিটা জানা যাবে রবিবারই। প্রতিবারই বিজেতা ঘোষণা হওয়ার পর আসে বিতর্ক। এবারেও তাঁর অন্যথা হবে না। আরও পড়ুন: অক্ষয়-পত্নী টুইঙ্কল খান্নার শরীরের কোন জিনিসটা ‘নাকের দুই ফুটো’র চেয়ে বড়?
এদিকে দেব-রুক্মিণীর ‘ডান্স ডান্স জুনিয়র’-এর জায়গায় গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ‘সুপার সিঙ্গার সিজন ৪’। আপাতত টিআরপি খুব কম, মাত্র ৩.৮। ততেড়েফুড়ে না লেগে পড়লে কপালে কষ্ট আছে!
এক নজরে দেখুন নন-ফিকশনের টিআরপি তালিকা-
দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৬.৪)
সারেগামাপা (৫.৭)
সুপার সিঙ্গার সিজন ৪ (৩.৮)
ঘরে ঘরে জি বাংলা (১.২)
সারেগামাপা শেষ হলে সেই জায়গায় শুরু হবে ডান্স বাংলা ডান্স। এবারের সবচেয়ে বড় চমক মহাগুরুর আসনে মিঠুন চক্রবর্তী। আর বিচারকের আসনে মৌনি রায়।