বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP Non-Fiction: নন ফিকশনের টিআরপি তালিকায় এগিয়ে জি বাংলা, দিদি নম্বর ১-কে কি টপকাতে পারল সারেগামাপা?

TRP Non-Fiction: নন ফিকশনের টিআরপি তালিকায় এগিয়ে জি বাংলা, দিদি নম্বর ১-কে কি টপকাতে পারল সারেগামাপা?

নন ফিকশনে এগিয়ে জি বাংলা। 

সেরার তাজ এবারেও রচনার মাথায়। কড়া টক্কর দিচ্ছে সারেগামাপা আর ডান্স ডান্স জুনিয়র সিজন ৩-ও। 

ফিকশনে হাল খারাপ জি বাংলার। বেশিরভাগ ধারাবাহিকের টিআরপিই কমছে। স্লট লিডার মাত্র দুটো ধআরাবাহিক- জগদ্ধাত্রী আর শিশু ভোলানাথ। তবে নন ফিকশনে বেশ ভালো ফল করছে এই চ্যানেল। রিয়েলিটি শো থেকে এই সপ্তাহেও টপে আছে রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নম্বর ১। আর ঠিক তার পিছনেই সারেগামাপা। 

এই সপ্তাহে দিদি নম্বর ১-এর ঝুলিতে রয়েছে ৫.১। আর সারেগামাপা পেয়েছে ৫.০। শুরুর দিকে অনেকটাই পিছিয়ে ছিল গানের এই রিয়েলিটি শো। তবে ধীরে ধীরে সুরের জালে জড়িয়েছে তা দর্শকদের। বলা ভালো, ঘাড়ে নিশ্বাস ফেলছে দিদি নম্বর ১-এর। নম্বর পেয়েছে ৫.০। 

সেদিক থেকে দেব-রুক্মিণী-মনামীর ডান্স রিয়েলিটি শো এখনও পেরে উঠছে না লড়াইয়ে। যদিও ব্যবধান অনেকটাই কমিয়ে ফেলেছে। প্রত্যেক সপ্তাহেই থাকছে চমক। বিশেষ অতিথি হিসেবে আনা হচ্ছে জলসার তারকাদের। শোনা যাচ্ছে সানি লিওনিরও নাকি আসার কথা আছে। এসেছিলেন মৌনি রায়ও। চলতি সপ্তাহে এই রিয়েলিটি শো-র টিআরপি ৪.৯। 

এক নজরে দেখে নিন নন-ফিকশনের টিআরপি তালিকা-

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৫.১)

সারেগামাপা (৫.০)

ডান্স ডান্স জুনিয়র ৩ (৪.৯)

রান্নাঘর (১.০)

আজ নয়, বিগত কয়েকবছর ধরেই নন ফিকশনে সেরার জায়গা ধরে রেখেছে দিদি নম্বর ১। রচনার করিশ্মা এখনও অটুট। বিশেষ করে তারকা থেকে সাধারণ মানুষদের জীবনের নানা গল্প মন ছুয়ে যায় দর্শকদের। এই সপ্তাহেও তেমনটাই হল। 

 

বন্ধ করুন